আম্বানির বাড়ির কাজের মেয়ে বর্তমানে জনপ্রিয় বলিউড অভিনেত্রী, জানুন তাঁর আসল পরিচয়

এককালীন ভারতের ধনকুবের অর্থাৎ মুকেশ আম্বানির পরিবারে পরিচারিকার কাজ করতেন অভিনেত্রী রাখি সাওয়ান্ত।

বলিউডের ‘ড্রামা কুইন’ হিসেবে পরিচিত একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। এই অভিনেত্রী বলিউডের অন্যতম চর্চিত অভিনেত্রীদের মধ্যে একজন। যাকে নিয়ে হামেশাই বি-টাউনে চর্চা চলতেই থাকে। তবে বর্তমানে ইন্ডাস্ট্রিতে যতটা সফল তিনি ততটা আজীবন ছিলেন না। এক সময় জীবনে বহু ঘাত-প্রতিঘাত পেরিয়ে তিনি বর্তমানে এই জায়গায় এসে পৌঁছেছেন। বহু পুরোনো একটি প্রবাদ রয়েছে যে কেউ যদি নিজের জীবনের লক্ষ্যে স্থির থাকে এবং সাথে ভাগ্য সাধ দেয় তবে সফলতা একদিন ঠিক আসবে। আর এই কথাটি অক্ষরে অক্ষরে প্রমাণ করে দিয়েছে অভিনেত্রী রাখি সাওয়ান্ত।

এমনকি এক সময় বাধ্য হয়ে পরিচারিকার কাজও করেছেন অভিনেত্রী। জানা যায় এককালীন ভারতের ধনকুবের অর্থাৎ মুকেশ আম্বানির পরিবারে পরিচারিকার কাজ করতেন অভিনেত্রী রাখি সাওয়ান্ত। আর আজ সেই মেয়েই নিজের নাচের মাধ্যমে জয় করেছেন কোটি কোটি ভারতবাসীর মন। প্রথমদিকে বলিউডে পা রাখাটা অতটা সোজা ছিল না তাঁর কাছে। অভিনেত্রী খুবই সাধারণ ও মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন। অভিনেত্রীর মা একজন হাসপাতাল পরিচারিকা ও বাবা পুলিশ কনস্টেবল।

ছেলেবেলা থেকেই অভিনেত্রীর নাচের প্রতি ভীষণ ঝোঁক ছিল। তিনি বরাবরই চেয়েছিলেন নাচের মাধ্যমে নিজের কেরিয়ার গড়তে। কিন্তু তাঁর রক্ষণশীল পরিবার হওয়ার কারণে তাঁর পরিবার কখনোই তাঁকে এই অনুমতি দেয়নি। এমনকি এক সময় অভিনেতা যাতে নাচ করতে না পারে তার জন্য তাঁর কাকা তাঁর সমস্ত চুল কেটে দিয়েছিলেন। কিন্তু তিনিও ছিলেন এক একরোখা জেদি মেয়ে। কোনো কারনেই নিজের স্বপ্নকে হারাতে তিনি রাজি ছিলেন না। যার ফলে নিজের অদম্য জেদ নিয়ে একসময় তিনি বিভিন্ন প্রতিকূলতাকে জয় করে বাড়ি থেকে বেরিয়ে আসেন বলিউডে কাজ করবেন বলে। কিন্তু বাড়ি ছেড়ে বলিউডে পা রাখাটা প্রথমে অভিনেত্রীর কাছে সহজ ছিল না।

ফলে একসময় বাধ্য হয়ে তিনি মুকেশ আম্বানির ভাই অর্থাৎ অনিল আম্বানির বিয়েতে কেবলমাত্র ৫০ টাকার বিনিময়ে খাবার পরিবেশন করেছিলেন। কিন্তু এত কিছুর পরও তিনি থেমে থাকেননি। প্রথমে বলিউডের কিছু ছোট ছোট আইটেম গানে নাচ করতেন তিনি এরপর তিনি সুযোগ পান ছোটখাটো কিছু চরিত্রে অভিনয় করার। তবে তাঁর জীবনের প্রথম মূল টার্নিং পয়েন্ট আসে ‘ম্যা হু না’ সিনেমায় একটি চুম্বনের দৃশ্যে অভিনয় করার মাধ্যমে। মূলত এই সিনেমাটি থেকেই তাঁর জীবন ট্র্যাকে আসতে শুরু করে।‌ এরপর তাঁকে দেখা গিয়েছিল ‘বিগ বসের’ মঞ্চ। সেখান থেকে তাঁর আরো জনপ্রিয়তা ছড়িয়ে পরে দর্শক মহলে।