ছবি পিছু কত টাকা পারিশ্রমিক নেন জিৎ? তাঁর সম্পত্তির পরিমাণ জানলে চোখ উঠবে কপালে

বাংলা সিনেমা জগতের অপর দুই খ্যাতনামা অভিনেতা প্রসেনজিৎ ও দেবের সম্পত্তি জিতের থেকে বেশি বলে দাবি করা হয়।

প্রায় বছর কুড়ি আগে মুক্তি পেয়েছিল ‘সাথী’ (Sathi) সিনেমা। ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমার ‘ও বন্ধু তুমি শুনতে কি পাও’ (O Bondhu Tumi Shunte Ki Pao) গানটি সেই সময়ে দর্শকদের মাঝে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। প্রায় সবার মুখে শোনা গিয়েছিল এই গান। এই জনপ্রিয় গান ও হিট সিনেমার হাত ধরেই দর্শকদের মনে বিশেষ স্থান অধিকার করে নিয়েছিলেন নব অভিনেতা জিৎ (Jeet) ওরফে জিতেন্দ্র মাদনানী (Jeetendra Madnani)।

বাংলার মাটিতে রাতারাতি সাফল্যের পরে তাঁর কেরিয়ার গ্রাফ নিম্নমুখী হতে দেখা যায়নি। তাঁকে বন্ধন, নাটের গুরু, শত্রু, জোশ, ফাইটার, ১০০% লাভ, দুই পৃথিবী, আওয়ারা, বচ্চন, পাওয়ার, সুলতান দ্য সেভিয়ার প্রভৃতি হিট সিনেমায় অভিনয় প্রদর্শন করতে দেখা যায় তাঁকে। দর্শকদের উপহারস্বরূপ একের পর এক হিট সিনেমা দেন তিনি। প্রত্যেক হিট সিনেমার মধ্যে দিয়ে প্রশস্ত হয় চড়া পারিশ্রমিকের পথও। বর্তমানে তাঁর নিজের প্রোডাকশন হাউস রয়েছে। এই প্রোডাকশন হাউসের অধীনে তিনি মূলত কমার্শিয়াল সিনেমা বানিয়ে থাকেন। তবে আপনি কি জানেন জিতের বর্তমান সম্পত্তি কত?কত টাকাই বা দাবি করেন সিনেমা পিছু? সবটা জানতে হলে পড়ে ফেলুন এই বিশেষ প্রতিবেদন।

অভিনেতা জিতের সম্পত্তির পরিমাণ কত?
জিতের নিকট বর্তমানে প্রায় ৪০ কোটি টাকার সম্পত্তি দাখিল রয়েছে।

বাংলা সিনেমা জগতের অপর দুই খ্যাতনামা অভিনেতা প্রসেনজিৎ ও দেবের সম্পত্তি জিতের থেকে বেশি বলে দাবি করা হয়। এই দুইজনের পারিশ্রমিকও নাকি জিতের থেকে বেশি বলে দাবি করা হয়েছে। উল্লেখ্য, জিৎ বর্তমানে প্রতি সিনেমায় ৪০ লক্ষ টাকা দাবি করে থাকেন। এই প্রতিযোগিতায় এগিয়ে থেকে প্রসেনজিৎ সিনেমা পিছু ৮৫ লক্ষ টাকা নেন এবং দেব প্রত্যেক সিনেমায় ১ থেকে ২ কোটি টাকা দাবি করে থাকেন। জানা গেছে, বুম্বাদার বর্তমান সম্পত্তির পরিমাণ প্রায় ৪২০ কোটির কাছাকাছি এবং দেবের কাছে বর্তমানে ৯৭ কোটি টাকার সম্পত্তি রয়েছে।