মিঠুন চক্রবর্তীর নয়নের মণি! ডান্স বাংলা ডান্সের নাদুস নুদুস হাম্পটির আসল পরিচয় জানলে চোখ উঠবে কপালে

'ডান্স বাংলা ডান্স'-এর মঞ্চে মহাগুরু মিঠুন চক্রবর্তীর সঙ্গেও এক সুন্দর বন্ধন গড়ে উঠতে দেখা গেছে হাম্পটির।

প্রায় এক দশক ধরে টেলিভিশন জগতে বিরাজ করছে ‘ডান্স বাংলা ডান্স’ (Dance Bangla Dance) নামক রিয়্যালিটি শো। এই শোটিকে একচেটিয়া আধিপত্য বিস্তার করতে দেখা যায় নন-ফিকশন টিআরপি তালিকার (Non-fiction TRP List) প্রথম স্থানে। এই শো চললে, অন্য কোনো রিয়্যালিটি শো টিআরপি তালিকার শীর্ষস্থানের ধারে কাছে ঘেঁষতে পারে না।

বহু বছর বাদে এই শোয়ে মহাগুরু মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) প্রত্যাবর্তন ঘটেছে। মিঠুন দা আবার ফিরে আসায় উপস্থিত বিচারক ও দর্শক সবাই খুশি প্রকাশ করেছেন। এই শোয়ে প্রতিযোগী হিসাবে আবার এই বছরেই যোগ দিতে দেখা গেছে ‘পান্তাভাতের’ কুণ্ডু দীপান্বিতাকে। একইসঙ্গে এই শোয়ে খুদে হোস্টরূপে দেখা গেছে গোলুমলু এক শিশুশিল্পীকে। ফলস্বরূপ, বেশ জমজমাট পরিবেশ সৃষ্টি হয়েছে শোয়ের মঞ্চে।

আজকের প্রতিবেদন খুদে হোস্ট তথা শিশুশিল্পী ‘হাম্পটি’কে কেন্দ্র করে। নাদুসনুদুস গোলুমলু হাম্পটির মজাদার ব্যক্তিত্ব ইতিমধ্যে দর্শকদের মন জয় করে নিয়েছে। ‘ডান্স বাংলা ডান্স’-এর মঞ্চে মহাগুরু মিঠুন চক্রবর্তীর সঙ্গেও এক সুন্দর বন্ধন গড়ে উঠতে দেখা গেছে হাম্পটির। একইসঙ্গে এই মঞ্চে দেখা গিয়েছে হাম্পটি ও সঞ্চালক অঙ্কুশ হাজরার (Ankush Hazra) খুনসুটিও, যা দেখে হেসে গড়াগড়ি খাওয়ার অবস্থা তৈরি হয়েছে সকলের। হাম্পটিকে কেন্দ্র করে গড়ে ওঠা এই মজাদার পরিবেশ উপভোগ করছেন দর্শকরাও। হাম্পটি শোটিতে ঠিক কতটা জুড়ে রয়েছে, তা আর কারোর বুঝতে বাকি নেই। তবে আপনি কি জানেন হাম্পটির আসল পরিচয়?

জানিয়ে দি, হাম্পটির প্রকৃত নাম হল আদর্শ দাস (Adarsh Das)। জানা গেছে, আদর্শের জন্ম হয়েছে কলকাতাতেই। হাম্পটির বর্তমান বয়স কত, তা এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি। তবে আজকাল সে যে ফুগলার সঙ্গে পাল্লা দিয়ে ইন্টারনেট সেনসেশন হয়ে উঠেছে, তা আর বলার অপেক্ষা রাখে না।