সৌন্দর্যের নিরিখে বলিউড নায়িকাদের দশ গোল দেবে ‘বজরঙ্গি ভাইজান’-এর মুন্নি, রইল তাঁর ছবি

২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের অন্যতম ব্লকবাস্টার হিট সিনেমা 'বজরঙ্গি ভাইজানের' সেই ছোট্ট মুন্নির আসল নাম হলো 'হর্ষালী মালহোত্রা' (Harshali Malhotra)।

অভিনয় জগতে এমন অনেক ছোট বড় তারকা রয়েছে যাদের মানুষ কেবলমাত্র একটিবার পর্দায় দেখলেও মনে রেখেছে আজীবন। বহু বছর পেরিয়ে গেলেও পর্দার এই চরিত্রগুলো আজও মানুষের মনে সজীব। সেরকম একটি চরিত্র হলো জনপ্রিয় বলিউড চলচ্চিত্র ‘বজরঙ্গি ভাইজান’ (Bajrangi Bhaijaan)-এর সেই ছোট্ট পরী অর্থাৎ মুন্নির চরিত্রটি। একসময় এই সিনেমাটি মুক্তির পর ছোট্ট মুন্নির এই চরিত্রটি দেশ পেরিয়ে বিদেশেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। এমনকি এর জনপ্রিয়তা আজও রয়েছে একইরকমভাবে।

প্রায় মোটামুটি সকলেরই চেনা এই চরিত্রটি। যারা এই সিনেমাটিকে দেখেছেন তারা অবশ্যই মনে রেখেছেন সেই ছোট্ট মুন্নিকে। তবে সেই মুন্নি বর্তমানে কোথায়? যদিও সময়ের সাথে সাথে সেই ছোট্ট মুন্নি বর্তমানে অনেকটাই বড় হয়ে গিয়েছে। সিনেমায় দেখা সেই ৭ বছর মুন্নি বর্তমানে একজন সুন্দরী যুবতী। এমনকি তিনি নিজের রূপের জেল্লায় অনায়াসেই মাত দিতে পারেন বলিউডের তাবড় তাবড় অভিনেত্রীদের। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের অন্যতম ব্লকবাস্টার হিট সিনেমা ‘বজরঙ্গি ভাইজানের’ সেই ছোট্ট মুন্নির আসল নাম হলো ‘হর্ষালী মালহোত্রা’ (Harshali Malhotra)।

যে একসময় সিনেমার মূল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিল সকলের। এমনকি এই সিনেমায় অভিনয়ের জন্য বেশ কয়েকটি পুরস্কারও জিতেছিল হর্ষালী। সম্প্রতি তাঁর একটি ভিডিও সোশ্যাল মিডিয়া জুড়ে তুমুল ভাইরাল হয়েছে। আর যা দেখে রীতিমতো ভিরমি খেয়েছেন প্রতিটি নেট নাগরিক। হর্ষালীকে বর্তমানে সেভাবে অভিনয়ের পর্দায় দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় এবং অ্যাক্টিভ তিনি‌।‌ কেবলমাত্র ইনস্টাগ্রাম হ্যান্ডেলে রয়েছে তাঁর ১.৬ মিলিয়নের বেশি ফলোয়ার্স। ‌আর তাঁর প্রতিটি অনুগামীই তাঁর নিত্যনতুন লুকে বারবার ঘায়েল হয়ে চলেছেন।

সম্প্রতি তাঁর ভাইরাল হওয়া নতুন লুক দেখেও রাতের ঘুম উড়েছে একাধিক যুবকের। যেখানে হর্ষালীকে দেখা যাচ্ছে একটি কালো শর্ট ড্রেস পরিহিত অবস্থায়। যা সোশ্যাল মিডিয়ায় আপলোড করা মাত্রই নিমেষের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছে। স্বাভাবিকভাবেই তাঁর রূপ দেখে তাঁর প্রশংসায় ভরিয়ে দিয়েছেন একাধিক মানুষ। তাঁর মিষ্টি হাসি ইতিমধ্যে মন জয় করেছে সকলের। ছবিটিতে অনেকেই কমেন্ট করে বলেছেন যে, সেই সাত বছর আগের মুন্নিকে বর্তমানে দেখে চেনার উপায় নেই।‌ আপাতত বর্তমানে হর্ষালী নিজের পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতে চাই। তবে ভবিষ্যতে সে আবার অভিনয় করবে কিনা সে সম্পর্কে সংশয় প্রকাশ করেন অনেকেই। আর এরই আশায় রয়েছেন তাঁর অগণিত ভক্তের দল।