সৌন্দর্যে বলিউড নায়িকাদেরও হার মানাবে সালমানের খানের নায়িকার মেয়ে, রইল তাঁর ছবি

ভাগ্যশ্রীর এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। তাঁর পুত্রের নাম অভিমন্যু দাসানি (Abhimanyu Dassani) এবং কন্যার নাম অবন্তিকা দাসানি (Avantika Dassani)।

যারা নব্বই দশকের সিনেমা দেখেছেন, তাঁরা ভাগ্যশ্রীর (Bhagyashree) নাম জানেনই। ভাগ্যশ্রী ও সলমন খানের (Salman Khan) সিনেমা ‘ম্যায়নে পেয়ার কিয়া’ (Maine Pyar Kiya) দেখেননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। এই সিনেমার হাত ধরে অভিনয় জগতে অভিষেক করেন ভাগ্যশ্রী এবং এই সিনেমার হাত ধরেই অভিনয় জগতে খ্যাতি অর্জন করে সলমন খান।

‘ম্যায়নে পেয়ার কিয়া’ সিনেমার দৌলতে নব্বই দশকের এই অভিনেত্রী বহু পুরুষ ভক্তদের রাতের ঘুম উড়িয়েছিলেন। তবে এই সিনেমার হাত ধরে বিপুল জনপ্রিয়তা পেলেও, এই সিনেমার পর থেকেই তাঁর ছন্দপতনও শুরু হয়। এরপরে তাঁকে আর রুপোলি পর্দায় দেখা যায়নি। বয়স তাঁর ৫৪ স্পর্শ করে ফেললেও গ্ল্যামার এখনও অক্ষুণ্ন। ভাগ্যশ্রীর এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। তাঁর পুত্রের নাম অভিমন্যু দাসানি (Abhimanyu Dassani) এবং কন্যার নাম অবন্তিকা দাসানি (Avantika Dassani)। অভিমন্যু ও অবন্তিকার বয়স যথাক্রমে ৩৩ বছর ও ২৭ বছর।

এই প্রতিবেদন মূলত অবন্তিকাকে নিয়েই। অবন্তিকাও যেন রূপে লক্ষ্মী ও গুণে সরস্বতী। সৌন্দর্যের প্রতিযোগিতায় তিনি মা ভাগ্যশ্রীকেও পিছনে ফেলে দিতে পারেন। তিনি লন্ডনের নামজাদা বিজনেস স্কুলে পড়াশোনার অধ্যায় সম্পন্ন করার পরে অভিনয় জগতের অংশ হওয়ার দিকে মন দেন। চলতি বছরেই মে মাসে ‘ইউ শেপ কি গাল্লি’ (U Shape Ki Gully) নামক সিনেমার শুটিং শুরু হতে চলেছে। দাবি করা হয়েছে, এই সিনেমার মাধ্যমেই তিনি অভিনয় জগতে অভিষেক করতে চলেছেন। তিনি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। সোশ্যাল মিডিয়ায় তাঁর মিলিয়ন ফলোয়ার্স রয়েছে।

উল্লেখ্য, অবন্তিকার সিনেমা ‘ইউ শেপ কি গাল্লি’ বেশ তারকাখচিত হতে চলেছে। অবিনাশ দাস (Avinash Das) পরিচালিত এই সিনেমায় জাভেদ জাফরি (Jaaved Jaaferi), ভিভান শাহ (Vivan Shah), সুশান্ত সিং (Sushant Singh), ইশতিয়াক খান (Ishtiyaq Khan), নমিতা সিংকে (Namita Singh) এই সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখতে পাওয়া যাবে বলে দাবি করা হয়েছে।