সৌন্দর্যের নিরিখে বলিউড নায়িকাদের দশ গোল দেবেন কাজল-কন্যা নাইসা, রইল তাঁর সুন্দর ছবি
বর্তমানে নাইসা সিঙ্গাপুরের ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ অফ সাউথ ইস্ট এশিয়ায় পড়াশোনা করছেন। তবে তাঁর বাবা অর্থাৎ অজয় দেবগন হামেশাই নিজের মেয়েকে নিয়ে প্রটেকটিভ।

নব্বইয়ের দশকের বলিউডের দাপুটে অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন অভিনেত্রী হলেন কাজল (Kajol)। এককালীন গোটা বলিউড জুড়ে ছিল কেবলমাত্র তাঁর রাজত্ব। এমনকি প্রায় তিন দশক ধরেই ইন্ডাস্ট্রিতে নিজের আধিপত্য ধরে রেখেছেন। বর্তমানে অভিনয়ের মাত্রাটা কমিয়ে দিলেও তাঁর দাপট এটুকুও কমেনি। এককালীন নিজের অভিনয় ও রূপের জাদুতে তিনি মুগ্ধ করেছেন আসমুদ্র হিমাচল। বিশেষ করে বলিউডের বাদশা শাহরুখ খানের (Shahrukh Khan) সাথে তাঁর জুটি আজও এভারগ্রীন। এই দুই তারকা একসাথে জুটি বেঁধে দর্শকদের একাধিক হিট সিনেমা উপহার দিয়েছেন।
অভিনেত্রীর বয়স বাড়লেও তাঁর চেহারার জেল্লায় তিনি অনায়াসেই মত দিতে পারবেন বর্তমান প্রজন্মের উঠতি অভিনেত্রীদের। কেরিয়ারে সাফল্য অর্জন করার পর তিনি বিয়ে করেন বলিউডের আরেক সুপারস্টার অভিনেতা অজয় দেবগনকে (Ajay Devgn)। বর্তমানে তাঁদের দুই সন্তান রয়েছে। অভিনেত্রীর মেয়ে বর্তমানে অনেকটাই বড় হয়ে গিয়েছে। এমনকি জানলে অবাক হবেন যে রূপের দিক থেকে অভিনেত্রীর মেয়ে নাইসা দেবগন (Nysa Devgn) নিমেষে হারিয়ে দিতে পারবেন স্বয়ং অভিনেত্রীকেও।
এক কথায় অভিনেত্রীর মেয়ে নাইসা রুপে লক্ষ্মী গুনে সরস্বতী। চলতি বছর ১৯ বছরে পা রেখেছে নাইসা। যদিও নাইসাকে দেখতে অনেকটা তাঁর মা কাজলের মতনই। এমনকি তাঁকে দেখলে অনেকে বিভ্রান্ত হয়ে যাবে যে তিনি হলেন বছর কুড়ির কাজল। একেবারে হুবহু মায়ের মুখের নকশায় গঠিত নাইসার মুখমন্ডলী। এমনকি কাজলের মতোই রয়েছে তাঁর জোড়া ভ্রু। যদিও একজন স্টারকিড হয়ে এখনো পর্যন্ত ইন্ডাস্ট্রিতে পা রাখেননি তিনি। তবে মাঝে মাঝেই লাইম লাইটে উঠে আসতে দেখা যায় তাঁকে। আর উঠে আসবে নাই বা কেন একজন স্টারকিড বলে কথা।
বর্তমানে নাইসা সিঙ্গাপুরের ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ অফ সাউথ ইস্ট এশিয়ায় পড়াশোনা করছেন। তবে তাঁর বাবা অর্থাৎ অজয় দেবগন হামেশাই নিজের মেয়েকে নিয়ে প্রটেকটিভ। তিনি নিজের ছেলে-মেয়ের ছবি নেট মাধ্যমে প্রকাশ করা একেবারেই পছন্দ করেন না। সর্বদাই তিনি নিজের ছেলে মেয়েকে পাপারাজ্জিদের থেকে আড়ালে রাখার চেষ্টা করেন। যদিও নাইসা সর্বদাই নিজের বন্ধুদের সাথে কাটানো সময় ও হইহুল্লোড়ের ছবি শেয়ার করে থাকে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। আর যেগুলো রীতিমতো ভাইরালও হয় গোটা নেট দুনিয়া জুড়ে। মাঝে মাঝেই তাঁর একাধিক হট ছবিতে রাতের ঘুম ওড়ে বহু পুরুষের। তবে আগামী দিনে তিনি নিজের মায়ের মত একজন নামকরা অভিনেত্রী হতে পারবেন কিনা তা শুধু সময়ই বলে দেবে।