রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, সৌন্দর্যের নিরিখে টলিউড নায়িকাদেরও টেক্কা দেবে যীশু পত্নী নীলাঞ্জনা, রইল তাঁর ছবি

টলিউড ইন্ডাস্ট্রির এক বিশেষ নাম যীশু সেনগুপ্ত (Jishu Sengupta)। তবে শুধুমাত্র টলিউড নয়, বলিউড সহ সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতেও দাপিয়ে কাজ করে করছেন অভিনেতা যীশু।

টলিউড ইন্ডাস্ট্রির এক বিশেষ নাম যীশু সেনগুপ্ত (Jishu Sengupta)। তবে শুধুমাত্র টলিউড নয়, বলিউড সহ সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতেও দাপিয়ে কাজ করে করছেন অভিনেতা যীশু। তাঁর পরিচিতি আজ আর বাংলার মাটি পর্যন্ত সীমাবদ্ধ নয়। তাঁর খ্যাতি ছড়িয়েছে দক্ষিণ ভারতের মাটি পর্যন্তও। তাঁর অভিনয় বিভিন্ন রকমের আবেগে সমৃদ্ধ। হাস্যরস ও গাম্ভীর্যতার স্পর্শ উভয়ই পাওয়া যায় তাঁর অভিনয়ে।

যীশু সেনগুপ্তের কর্মজীবন প্রায়শই বিতর্কের বিষয় হয়ে উঠেছে। বহুবার তাঁর কর্মজীবনকে কেন্দ্র করে আলোচনা শুরু হতে দেখা গিয়েছে। তবে তাঁর ব্যক্তিগত জীবন বরাবরই চর্চার আড়ালে থেকেছে। তাঁর সুখী সংসারী জীবনকে কেন্দ্র করে তেমন কোনো বিতর্কিত খবর প্রকাশ্যে আসতে দেখা যায়নি। স্ত্রী, ছেলে ও মেয়ে সবাই নেট দুনিয়ার থেকে দূরত্ব বজায় রাখতে পছন্দ করেন।

অভিনেতা যীশু সেনগুপ্ত তাঁর স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্তের (Nilanjana Sengupta) সঙ্গে সুখী সংসারে ব্যস্ত। নীলাঞ্জনাও এক সময়ে অভিনয় জগতের অংশ ছিলেন। তবে আজকাল স্পটলাইট থেকে দূরত্ব বজায় রাখতে পছন্দ করেন তিনি। নীলাঞ্জনা যেন রূপে লক্ষ্মী ও গুণে সরস্বতী। তাঁদের দুইজনের সম্পর্কের সূত্রপাত ঘটেছিল অভিনয়ের হাত ধরেই। নীলাঞ্জনা মূলত ২০০২ সালে অভিনয় জগতে অভিষেক করেছিলেন। ‘স্বপ্নের ফেরিওয়ালা’ সিনেমার হাত ধরেই টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর প্রথম পথচলা।

নীলাঞ্জনা জন্মগ্রহণ করেছিলেন মুম্বাইয়ে। সেখানের এক নামজাদা ইংরেজি মাধ্যম স্কুলেই তিনি পড়াশোনা সম্পন্ন করেন। অভিনেত্রী অঞ্জনা ভৌমিক ও অনিল শর্মার কনিষ্ঠ সন্তান হলেন নীলাঞ্জনা। নীলাঞ্জনারা মোট দুই বোন। অপর বোন চন্দনাও অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন। জিতের সঙ্গে এক সিনেমায় তাঁকে দেখা গিয়েছিল। তবে এর পর থেকে তাঁকে আর কোনো সিনেমায় তেমন দেখা যায়নি।