রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, সৌন্দর্যের নিরিখে সমস্ত নামি দামি নায়িকাদেরও হার মানাবে কুমার শানুর হবু পুত্রবধূ! দেখুন তাঁর ছবি
কুমার শানু বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির গানের জগতের এক জনপ্রিয় নাম। ব্যক্তিগত জীবন ও কর্মজীবন দুই বেশ রঙীন থেকেছে তাঁর।

কুমার শানু বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির গানের জগতের এক জনপ্রিয় নাম। ব্যক্তিগত জীবন ও কর্মজীবন দুই বেশ রঙীন থেকেছে তাঁর। কুমার শানু জীবনের ভিন্ন ভিন্ন সময়ে মোট দুইবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তাঁর প্রথম বিয়ে হয়েছিল রিতা ভট্টাচার্যের সঙ্গে এবং দ্বিতীয় বিয়ে হয়েছিল সালোনির সঙ্গে। তাঁর প্রথম বিয়ে চলাকালীন জন্ম নেয় জাস্সি (Jassi), জিকো (Jiko) ও জান কুমার সানু (Jaan Kumar Sanu)। অপরদিকে, দ্বিতীয় বিয়েতে জন্ম নেয় দুই কন্যা সন্তান আন্না (Anna) ও সান্নো (Sanno)।
View this post on Instagram
এই প্রতিবেদনটি মূলত জান কুমার সানুকে কেন্দ্র করে। বাবা কুমার সানু বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির প্লে ব্যাক সিঙ্গার হিসাবে পরিচিত। কিন্তু জান কুমার সানু এখনও বাবার দেখানো পথে চলেননি। জানা যায়, তিনি কর্মজীবনে বাবার পরিচয় ব্যবহার সাফল্যের ছোঁয়া পেতে চান না। আর এইজন্যেই তিনি বর্তমানে বাবার মতো গান গাওয়া শুরু করলেও মূলত স্টেজ পারফরম্যান্সই তথা কনসার্ট করে বেড়ান। জান কুমার সানুর নাম মূলত চর্চায় আসে ‘বিগবস সিজন ১৪’ (Bigboss Season 14)-এ অংশগ্রহণ করার পর থেকে। শোয়ে তাঁর ও নিক্কি তম্বলির বন্ধুত্ব দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছিল।
View this post on Instagram
তবে সম্প্রতি জান কুমার সানুর নাম জড়িয়েছে অপর এক নারীর সঙ্গে। তাঁকে আজকাল নিবেদিতা পালের (Nibedita Pal) সঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে। ভাইরাল ছবির জেরে আরওই দুইজনের নাম চর্চার বিষয়ে পরিণত হতে দেখা গেল। ফটোটিতে নিবেদিতার পরণে দেখা যায় নীল-সাদা প্রিন্টেড ড্রেস ও জান কুমার সানুর পরণে দেখা যায় রাউন্ড নেক লং স্লিভ বিশিষ্ট ওভারসাইজড ক্যাজুয়াল টি-শার্ট।
View this post on Instagram
ফটোটি পোস্ট করেছেন খোদ জান কুনার সানু। তিনি নিজের ইনস্টাগ্রাম আইডি থেকে মূলত ফটোটি পোস্ট করেন। সঙ্গে তিনি ট্যাগ করেন নিবেদিতা পালের ইনস্টাগ্রাম আইডিকেও। দুইজনকেই মুখে গালভরা হাসি নিয়ে একে অপরকে জড়িয়ে ধরে কোনো এক ক্যাফেতে পোজ দিতে দেখা যায়। ফটোটির ক্যাপশনে লেখা, “তুমি আশেপাশে থাকলে সবকিছু ঠিক হয়ে যায়”। বন্ধুরা মজা করে প্রশ্ন করতে শুরু করলে জান কুমার সানু জানান যে, তাঁরা শুধুমাত্র বন্ধু এবং দুইজনে এক রেস্টুরেন্টে ওয়াসাবি চিকেন খেতে গেছিলেন।