সৌন্দর্যের নিরিখে বলিউড নায়িকাদের ১০ গোল দেবেন বরুণ ধাওয়ানের স্ত্রী নাতাশা, রইল তাঁর ছবি

এরপর ২০২১ সালে পরস্পরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। যদিও সৌন্দর্যের দিক থেকে বলিউডের কোনো সুন্দরী তারকার চেয়ে কোনো অংশে কম যান না বরুনের স্ত্রী নাতাশা‌।

বলিউড মানেই একটি ঝা চকচকে দুনিয়া। আর এই দুনিয়ায় বাস করা তারকাদের জনপ্রিয়তা যে বিশাল হবেনা তা কি করে হয়। অনুরাগীরা যেমন নিজেদের প্রিয় তারকার অভিনয় নিয়ে যেমন জানেন, ঠিক সেরকমই তাঁদের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতেও ইচ্ছের কোনো অন্ত নেই।‌ তারকারা কি করছেন, কি খাচ্ছেন, কি পরছেন সব নিয়েই মাথা ব্যথা নেটিজেনদের। এমনকি সেসব তারকারাও এগুলোকে ভীষণ ভালোবাসেন। ‌যার কারণেই ইচ্ছাকৃতভাবে তারা মাঝে মাঝে ধরা দেন তাঁদের ভক্তদের সামনে। আর রীতিমতো চর্চার কেন্দ্র বিন্দুতে উঠে আসেন।

সেরকমই বলিউডের একজন জনপ্রিয় অভিনেতা হলেন বরুণ ধাওয়ান। এক কথায় তিনি বর্তমান প্রজন্মের বলিউডের প্রথম সারির অভিনেতা। নিজের অভিনয় কেরিয়ারে তিনি একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। আর তাঁর খ্যাতি দেশ ছাড়িয়ে বিদেশেও রয়েছে। তবে আজ অভিনেতা নয় বরং তাঁর স্ত্রীর সম্পর্কে আলোচনা করবো। সদ্য বিয়ে করেছেন অভিনেতা বরুণ ধাওয়ান। নিজের ছোটবেলার প্রেমিকাকেই বিয়ে করেছেন তিনি। এক কথায় যারা সত্যিকারের প্রেমে বিশ্বাসী তাঁদের কাছে বরুণ ধাওয়ান একজন আইডল।

 

View this post on Instagram

 

A post shared by VarunDhawan (@varundvn)

নাতাশা দালাল নামক এক যুবতীর সাথে চার হাত এক করেছেন তিনি। আর বিয়ের সময় থেকেই এই জুটির মিষ্টি প্রেমের কাহিনী পছন্দ হয়েছে সকলের। যার কারণে তাঁদের বিয়ের সমস্ত ছবিই সুষার মাধ্যমে তুমুল ভাইরাল হয়েছিল। তারা বর্তমান প্রজন্মকে প্রমাণ করে দিয়েছেন প্রেমের আসল গভীরতা। বলিউডে বরুণ ধাওয়ান ও তাঁর পরিবারের যথেষ্ট খ্যাতি হলেও তাঁর স্ত্রী নাতাশা ইন্ডাস্ট্রির ধারে কাছে নেই। ছোটবেলা একসাথে স্কুলে পড়তেন বরুণ ও নাতাশা। সেখান থেকেই তাঁদের বন্ধুত্বের সূত্রপাত। তারপর সেই বন্ধুত্ব দারায় প্রেমের সম্পর্কে।

 

View this post on Instagram

 

A post shared by VarunDhawan (@varundvn)

এরপর ২০২১ সালে পরস্পরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। যদিও সৌন্দর্যের দিক থেকে বলিউডের কোনো সুন্দরী তারকার চেয়ে কোনো অংশে কম যান না বরুনের স্ত্রী নাতাশা‌। এমনকি অনেকের মতে নাতাশার সৌন্দর্যের সামনে ফিকে হয়ে যাবেন অনেক তাবড় তাবড় বলি নায়িকা। নাতাশাকে সরাসরি সেভাবে লাইম লাইটে উঠে আসতে দেখা না গেলেও মাঝে মাঝেই তাঁর দেখা মেলে অভিনেতার সাথে।‌ আর সেখান থেকেই প্রমাণিত হয় নাতাশা কতটা সুন্দরী।