রাজ চক্রবর্তীর প্রথম স্ত্রীকে চেনেন? সৌন্দর্যে শুভশ্রীকে ১০ গোল দেবেন তিনি, রইল তাঁর ছবি
পরিচালক রাজ চক্রবর্তীর প্রথম পক্ষের স্ত্রীর নাম হলো শতাব্দী মিত্র (Satabdi Mitra)। ২০০০ সালে সম্প্রচারিত একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানের মাধ্যমে দুজনের প্রথম আলাপ হয়।

টলিউড ইন্ডাস্ট্রির প্রথম সারির একজন অন্যতম জনপ্রিয় পরিচালক হলেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। নিজের সুবুদ্ধি ও পরিচালনার মাধ্যমে তিনি একাধিক হিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। সময়ের সাথে সাথে সামঞ্জস্য না রেখে যেখানে টলিউড থেকে বহু পরিচালক ইতিমধ্যে হারিয়ে গিয়েছেন সেখানে নিজের জায়গা আজও শক্ত করে রেখেছেন তিনি। যার কারণে তিনি টলিউডের এক অন্যতম পরিচালক। কয়েক বছর আগে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর (Subhashree Ganguly) সাথে।
এমনকি বর্তমানে তাঁদের জুটি টলিউডের এক অন্যতম জনপ্রিয় জুটি। তাঁদের দুজনের জুটির এমন গভীর রসায়ন দেখলে মন ভরে যায় তাঁদের সমস্ত ভক্তদের। কিন্তু দুজনের মধ্যে এত প্রেম ও ভালোবাসা থাকলেও জেনে অবাক হবেন যে রাজ এবং শুভশ্রী কেউই একে অপরের প্রথম প্রেম নন। এমনকি রাজ শুভশ্রীর প্রথম স্বামী হলেও শুভশ্রী রাজের প্রথম শ্রী নন। তাহলে কে রাজের প্রথম স্ত্রী? রাজ চক্রবর্তীর প্রথম স্ত্রী আসলে কে ছিল জানেন?
পরিচালক রাজ চক্রবর্তীর প্রথম পক্ষের স্ত্রীর নাম হলো শতাব্দী মিত্র (Satabdi Mitra)। ২০০০ সালে সম্প্রচারিত একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানের মাধ্যমে দুজনের প্রথম আলাপ হয়। সেখান থেকে বন্ধুত্ব ও সেই বন্ধুত্ব পরে তৈরি হয় প্রেমের সম্পর্কে। সে সময় রাজের টলিউডে সেভাবে একটা খ্যাতি ছিল না। তিনি সেসময় নিজের কেরিয়ারে চরম স্ট্রাগল করছিলেন। আর শতাব্দী তাঁর পাশে দাঁড়িয়ে তাঁকে সাহায্য করেন। যদিও শতাব্দীর বাড়ির লোকের সেই সম্পর্কে মত ছিল না।
যেহেতু সেসময় রাজ নিজের কেরিয়ার গড়তে চরম স্ট্রাগেল করছিলেন তাই সে সময় আর্থিক সংকটে পরতে হয় তাঁকে। এমনকি শতাব্দি নিজের বাড়ি থেকে খাবার চুরি করে রোজ বাসে করে বেহালাতে গিয়ে রাজকে খাবার দিয়ে আসতেন। সেসময় রাজ বর্তমান টলিউড অভিনেতা রুদ্রনীল ঘোষের সাথে বেহালায় একটি বাড়ি ভাড়া করে থাকতেন। খাওয়া-দাওয়া থেকে শুরু করে টাকা-পয়সা সব দিয়েই রাজকে সাহায্য করতেন শতাব্দি। ২০০৬ সালে বাড়ির অমতে গিয়ে রাজকে বিয়ে করেন শতাব্দী। আর বিয়ের পরই কেরিয়ারে দুর্দান্ত সাফল্য পেতে শুরু করে রাজ। কিন্তু এরপরই দুজনের সম্পর্কে বিচ্ছেদ হয়।