Ishan Kishan Gf: বয়সে বড় তবুও ঈশান কিশানের প্রেমিকার কাছে হার মানবে বিরাট পত্নী অনুষ্কা শর্মাও, দেখুন ছবি

সৌন্দর্য্য এবং ফিটনেসের দিকে বিশেষ খেয়াল রাখেন তিনি। যে কোনও বলিউড অভিনেত্রীকে টেক্কা দিতে পারেন। বিভিন্ন সময়ে ঈশানের সাথেই তাঁকে দেখা গেছে।

Ishan Kishan Gf: এশিয়া কাপে দুরন্ত পারফর্ম করেছিলেন ঈশান কিষাণ (Ishan Kishan)। তার ঝোড়ো ব্যাটিং ও তীক্ষ্ণতার সাথে করা উইকেট কিপিং সকলের নজর কেড়েছে। বিশেষ করে পাকিস্তানের বিরুদ্ধে তাঁর ৮২ রানের ইনিংস ক্রিকেটপ্রেমীদের অনেকদিন মনে থাকবে। ঈশানের সেই ইনিংসকে তিনি নিজেও ‘ড্রিম ইনিংস’ বলেই ব্যক্ত করেছিলেন। শুধুমাত্র ক্রিকেটের পারফরম্যান্সই নয়, ব্যক্তিগত জীবনের কারণেও ঈশান কিষান আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন।

Ishan Kishan Gf:

Ishan Kishan Gf

 

তাঁর প্রেমিকাকে নিয়ে কম চর্চা হয়না। তাঁদের দুজনের সমর্থকদের উৎসাহে কোনও ভাঁটা নেই। চেনেন নাকি এই ভারতীয় ক্রিকেট তারকার বন্ধিকে? ঈশানের প্রেমিকার নাম অদিতি হুন্ডিয়া। তিনি পেশায় একজন মডেল। মিউজিক ভিডিয়ো এবং বিজ্ঞাপনেই বিভিন্ন সময়ে তাঁকে দেখা গেছে। ২০১৮ সালে অদিতি মিস সুপারন্যাশনাল খেতাব জয় করেছিলেন।

Ishan Kishan GF

শুধু তাই নয় ২০১৭ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতার ফাইনালিস্টও ছিলেন তিনি। সৌন্দর্য্য এবং ফিটনেসের দিকে বিশেষ খেয়াল রাখেন তিনি। যে কোনও বলিউড অভিনেত্রীকে টেক্কা দিতে পারেন। বিভিন্ন সময়ে ঈশানের সাথেই তাঁকে দেখা গেছে। এটাই প্রথমবার নয় যে অদিতি এবং ঈশান কিষানের সম্পর্ক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। যদিও আনুষ্ঠানিকভাবে এই সম্পর্কের কথা কেউই ঘোষণা করেননি।

Ishan Kishan Gf

এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচে ঈশান ৮১ বলে ৮২ রান করেন। তাঁর এই ইনিংসকে গার্লফ্রেন্ড অদিতি হুন্ডিয়া ‘ড্রিম ইনিংস’ বলেছিলেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় তিনি একটি বিশেষ স্টোরিও শেয়ার করেন। অদিতি লিখেছিলেন, ‘তুমি এর থেকে আরও ভালো পারফরম্যান্স করতে পারবে।’ তাই মুখে কিছু না বললেও যে দুজনের প্রেম বারংবার সকলের সামনে ঝলসে উঠছে তা বলতে বাঁধা নেই।