রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, সৌন্দর্যে বলিউড নায়িকাদেরও হার মানাবে মিঠুনের প্রথম স্ত্রী, রইল তাঁর ছবি
বলিউড ও টলিউড উভয়ই কাঁপিয়েছেন এমন একজন মানুষ হলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। নিজের অভিনয়ের মাধ্যমে দুই দুনিয়াতেই জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন অভিনেতা মিঠুন।

বলিউড ও টলিউড উভয়ই কাঁপিয়েছেন এমন একজন মানুষ হলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। নিজের অভিনয়ের মাধ্যমে দুই দুনিয়াতেই জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন অভিনেতা মিঠুন। দুই জগতেই খ্যাতি অর্জন করে তিনি বর্তমানে এক রিয়্যালিটি শোয়ের গ্র্যান্ড মাস্টার। এছাড়াও তিনি শুরু করেছেন জীবনের রাজনৈতিক অধ্যায়ের সফরও। অভিনয়ে ও নৃত্যে দক্ষ এই শিল্পীর ব্যক্তিগত জীবনও বেশ রঙিন ছিল।
‘ডিস্কো ডান্সার’ (Disco Dancer) মিঠুন চক্রবর্তীর নাম আজ মানুষ এক ডাকেই চেনে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ও হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে একচেটিয়া রাজত্ব করার পাশাপাশি তাঁকে ব্যক্তিগত জীবনে প্রণয় বন্ধনেও জড়িয়ে পড়তে দেখা যায়। আবার বিবাহ বন্ধনেও আবদ্ধ হন এই অভিনেতা। এই অভিনেতার কর্মজীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনও এককালে খবরের শিরোনামে থাকতে দেখা গেছে। আর থাকবে নাই বা কেন? তিনি এভারগ্রিন মিঠুন চক্রবর্তী।
‘ডিস্কো ডান্সার’ মিঠুন চক্রবর্তীর ভক্তকূল সহ অন্যান্যদের ধারণা মিঠুন জীবনে একবারই বিয়ে করেছেন এবং প্রথম ও একমাত্র স্ত্রী হলেন যোগীতা বালি (Yogita Bali)। বেশিরভাগ মানুষই এটা মনে করেন। কারণ অনেকেই তাঁর সম্ভাব্য প্রথম পত্নীর ব্যাপারে জানেন না। বিয়ের আগে তাঁর নাম কখনও সারিকার সঙ্গে, আবার কখনও শ্রীদেবীর সঙ্গে জড়িয়ে পড়তে দেখা যায়। তবে যোগীতা বালির আগে মিঠুন যে আরও একটি বিয়ে করেছিলেন, এটা অনেকেরই অজানা।
হ্যাঁ, ঠিকই শুনলেন যোগীতা বালি মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী নন। ‘ডিস্কো ডান্সার’-এর প্রথম স্ত্রীর নাম হল হেলেনা লিউক (Helena Luke)। এই ফ্যাশন আইকনের সৌন্দর্যে মুগ্ধ হয়েই মিঠুন তাঁর প্রেমে পড়েছিলেন। দুইজনের বিয়ে বেশিদিন স্থায়ী হয়নি। মাত্র ৪ মাসের মাথাতেই দুইজনের বিবাহ বিচ্ছেদ ঘটে। হেলেনা আটের দশকে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেছিলেন, তবে বিচ্ছেদের পরে তিনি ভারত ছেড়ে নিউ ইয়র্কে পাড়ি দেন। দাবি করা হয়, যোগীতার উপস্থিতির কারণেই দুইজনের সম্পর্কে ফাটল ধরে যা ডিভোর্সরূপে পরিণতি পায়।