ক্যামেরার আড়ালেই রয়ে গেলেন অভিনেতা আবীরের স্ত্রী, আসল পরিচয় জানলে চমকে উঠবেন

বিনোদন জগতের এক জনপ্রিয় মুখ আবির চ্যাটার্জি (Abir Chatterjee)। তিনি ধারাবাহিক সহ সিনেমা জগৎ সবেতেই নিজের প্রতিভার বিস্তার ঘটিয়েছেন।

বিনোদন জগতের এক জনপ্রিয় মুখ আবির চ্যাটার্জি (Abir Chatterjee)। তিনি ধারাবাহিক সহ সিনেমা জগৎ সবেতেই নিজের প্রতিভার বিস্তার ঘটিয়েছেন। কর্মজীবনে সফলতার স্বাদ পেয়েছেন অভিনেতা আবির। অভিনয় জগতে তিনি পা রাখেন রাজ চক্রবর্তীর টিভি ধারাবাহিক ‘প্রলয় আসছে’র (Pralay Asche) মাধ্যমে। তিনি টলিউড জগতে অভিষেক করেন অভিজিৎ গুহ (Abhiji Guha) ও সুদেষ্ণা রায়ের (Sudeshna Roy) পরিচালনায় ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘ক্রস কানেকশন’ (Cross Connection) সিনেমার হাত ধরে।

যেন তাঁর রক্তেই রয়েছে অভিনয়। ফাল্গুনী চ্যাটার্জি ও রুমকি চ্যাটার্জির সন্তান আবির চ্যাটার্জি। আবিরের বাবা-মা দুইজনেই অভিনয় জগতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। বাবার থেকে উৎসাহ পেয়েই তিনি অভিনয় জগতের অংশ হন বলে জানান। তাঁর ফ্যান ফলোয়িং কম নয়। তিনি ব্যক্তিগত জীবনে বিবাহিত। কিন্তু এরপরেও তাঁর ফিমেল ফলোয়ার্সের সংখ্যায় ঘাটতি দেখা যায়নি।

আবির ২০০৭ সালে নন্দিনী চ্যাটার্জির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আইসিএফএআই (ICFAI) নামক ইউনিভার্সিটিতে এমবিএ (MBA) করার মাঝেই দুইজনের প্রথম দেখা এবং এর পর থেকেই জীবনের নতুন অধ্যায়ের সূত্রপাত। দুইজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে কোল আলো করে তাঁদের জীবনে আসে এক কন্যা সন্তান, নাম ময়ূরাক্ষী (Mayurakhshi)। আবির ও নন্দিনী দুইজনের বর্তমানে সুখের সংসারে ব্যস্ত।

যদিও বহু নেটিজেন আবার আবির ও নন্দিনীর সম্পর্কের অস্তিত্বকে কেন্দ্র করে অনবরত প্রশ্ন তুলতে থাকেন। কিছু জন তো তীব্র কটাক্ষপূর্ণ মন্তব্য করতেও পিছপা হন না। নন্দিনী হালকা মেকআপে নিজেকে বিশ্বের সামনে ধরা দেন। এই বিষয়টিকেই সহজভাবে হজম করতে না পেরে আবির ও নন্দিনীর জুটিকে ‘মানাচ্ছে না’ বলে দাগিয়ে দেন অনেকেই। যদিও বুদ্ধিদীপ্তা নন্দিনী তাঁদের উপযুক্ত জবাব দিতে পিছপা হন না। সমস্ত রকমের গসিপকেই সামলাতে জানেন বুদ্ধিদীপ্তা আবির জায়া। তিনি অভিনয় জগতের সঙ্গে জড়িত না হলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এবং প্রয়োজন পড়লে আবিরের সমর্থনে দাঁড়িয়ে পড়েন। কখনও মনোমালিন্য হলেও দুইজনে ভালো বন্ধু হিসাবে পরস্পরের কাছে ধরা দেন, আর তাই হয়তো বিয়ের প্রায় ১৬ বছর বাদেও তাঁদের বৈবাহিক জীবন এখনও টিকে রয়েছে।