কুকুরের উৎপাত থেকে বাঁচতে বাড়ির দরজায় নীল জলের বোতল ঝুলিয়ে রাখে কেন? রইল বিজ্ঞানসম্মত কারণ
কিছু কিছু ক্ষেত্রে আবার সত্যিই কুকুরদেরকে পাড়ার শিশুদের উত্যক্ত করতে দেখা যায়। এই অবস্থায় অনেকেই কুকুর তাড়ানোর জন্য তথা উপদ্রব কমানোর জন্য নানান রকমের উপায় অবলম্বন করে থাকেন।

যদি বলা হয় মানুষের সবচেয়ে বিশ্বস্ত প্রাণী কে? এর উত্তর আসে একটাই, ‘কুকুর’। পোষ্য কুকুর হোক বা পথ কুকুর উভয় প্রকৃতির কুকুরকেই মানুষের বিশ্বস্ত বন্ধুতে পরিণত হতে দেখা গেছে। পোষ্য কুকুরদের তো পরিবারের অংশ হতে দেখাই যায়। একইসঙ্গে পথ কুকুরদের একটা বিস্কুট খাইয়ে দিলেও প্রয়োজনে পাড়ার পাহারাদাররূপে হাজির হতে দেখা যায়।
তবে অনেকেই কুকুর পছন্দ করেন না। কেউ বিদেশী প্রজাতির কুকুর পছন্দ করলেও আবার দেশী প্রজাতির কুকুর পছন্দ করেন না। কিছু কিছু ক্ষেত্রে আবার সত্যিই কুকুরদেরকে পাড়ার শিশুদের উত্যক্ত করতে দেখা যায়। এই অবস্থায় অনেকেই কুকুর তাড়ানোর জন্য তথা উপদ্রব কমানোর জন্য নানান রকমের উপায় অবলম্বন করে থাকেন। একাধিক উপায়ের মধ্যে অন্যতম হল নীল জলযুক্ত বোতল। অনেকেই এর বৈজ্ঞানিক যুক্তি নিয়ে প্রশ্ন তোলেন। অনেকেই আবার সমর্থনও করেন। কিন্তু আসলে এর রহস্য কী? চলুন সেটাই জেনে নেওয়া যাক।
অনেকেরই দাবি বোতলে নীল রঙের জল ভরে রেখে দরজার সামনে ঝুলিয়ে রাখলে কুকুর দরজা আশেপাশেরও আসে না বা এলেও পালিয়ে যায়। এক্ষেত্রে অনেক সাধারণ মানুষ নানান রকমের যুক্তি প্রতিস্থাপন করলেও বিজ্ঞানীরা কোনোভাবেই বিষয়টিকে সমর্থন করেন না। তাঁদের দাবি, এই ঘটনার কোনো বৈজ্ঞানিক যুক্তি নেই। এটা নেহাতই একটি ভিত্তিহীন প্রচলিত ধারণা, এর দ্বারা কোনোমতেই লাভ পাওয়া সম্ভব নয়।
বাড়ির সামনে নীল জল বোতলে ভরে রাখা ঘটনা আজও বিতর্কিত। কেউ সমর্থন করেন, আবার কেউ বিরোধিতা করেন। যদিও বিজ্ঞানীরা এই বিষয় কেন্দ্রীক রহস্য ভেদ করে দিয়েছেন, তবুও এই বিতর্ক শেষ হতে দেখা যায়নি।