গাছের গোড়ায় ভাতের ফ্যান দিলে যা ঘটবে
সর্ষের খোলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকার কারণে তা গাছের নাইট্রোজেনের অভাব মিটিয়ে দিতে সক্ষম।

ভিটামিন সি-তে ভরপুর লেবু। ভিটামিন সি মানবদেহের জন্য খুবই দরকার। সেই অর্থে লেবু খুবই উপকারী মানবকূলের জন্য। ভিটামিন সি-এর উপস্থিতিতে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এটি শরীরে অ্যান্টি-অক্সিডেন্ট হিসাবেও কার্যকারী ভূমিকা পালন করে। লেবুর রস নিয়মিত খেলে ওজনও কমে। এটি হজমেও সাহায্য করে। আর তাই লেবু হাতের কাছেই সর্বদা পেতে চাইলে বাড়িতে লেবু গাছ লাগিয়ে নেওয়া উচিত।
অনেকেই বাড়িতে লেবু চাষ করার চেষ্টা করলেও কোনো না কোনো কারণে ব্যর্থ হয়ে যান। শত চেষ্টা করলেও অনেক সময় লেবু গাছে সময়মতো ফুল আসতে দেখা যায় না। আবার, কখনও লেবু গাছের পাতা ঝরে যেতে দেখা যায়। আপনাকেও যদি এই ধরণের পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। চিন্তা করার দরকার নেই। কারণ, এই প্রতিবেদনে আনা হয়েছে এমন উপায় যা অনুসরণ করলে একাধিক সমস্যা এক চুটকিতে সমাধান হতে দেখা যেতে পারে। এই উপায় লাউ গাছ, লঙ্কা গাছের উপরেও কার্যকরী। অকালে লাউ গাছের পাতা হলুদ হয়ে যেতে দেখা গেলে, বা লাউয়ের আকার মনের মতো না হলে কিংবা লঙ্কা গাছের ফুল ঝরে যেতে দেখলেও নিম্নলিখিত উপায় অবলম্বন করলে কার্যকরী ফল পাওয়া যেতে পারে।
উল্লিখিত সমস্যাগুলো সমাধান করার জন্য একটি বিশেষ মিশ্রণ তৈরি করতে হবে। মিশ্রণটি বানানোর জন্য একটি পাত্রে ১ লিটার ভাতের ফ্যান বা মাড় নিতে হবে। এতে মেশাতে হবে ৪ লিটার জল। কখনওই সরাসরি গাছের গোড়ায় ভাতের ফ্যান দেওয়া যাবে না। কারণ, এমনটা করলে গাছের গোড়ায় ফাঙ্গাস তথা ছত্রাক লেগে যেতে পারে। এতে যোগ করতে হবে সর্ষের খোল। সর্ষের খোলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকার কারণে তা গাছের নাইট্রোজেনের অভাব মিটিয়ে দিতে সক্ষম।
গাছকে ছত্রাকের আক্রমণ থেকে বাঁচানোর জন্য এতে যোগ করতে হবে হলুদ গুঁড়ো। সবটা ভালো করে মিশিয়ে নিয়ে তরল মিশ্রণটি গাছের গোড়ার মাটি খুঁড়ে ঢেলে দিতে হবে। ১৫-২০ দিন অন্তর এই মিশ্রণটি প্রয়োগ করা যেতে পারে। সঠিক পদ্ধতি অনুসরণ করে মিশ্রণটি ব্যবহার করলে উল্লেখযোগ্য ফল পাওয়া যেতে পারে।
দেখুন ভিডিও :