ব্লেডের ভিতরে নকশা করা থাকে কেন? ৯৯% মানুষ বলতে হিমসিম খাবেন
১৯০১ সালে জনপ্রিয় আন্তর্জাতিক ব্যাবসায়িক প্রতিষ্ঠান জিলেট-এর প্রতিষ্ঠাতা কিং ক্যাম্প জিলেট (King Camp Gillette) ও তাঁর সহকর্মী উইলিয়াম নিক্সারসন (William Nixerson) সর্বপ্রথম এই ধারালো জিনিসটির একটি নকশা তৈরি করেন।

আমরা প্রত্যেকেই নিজেদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস ব্যবহার করে থাকি। কাজের সুবাদে সেগুলো ব্যবহার করলেও সেগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদের কাছে থাকে না। ঠিক যেমন ব্লেড (Blade)-এর কথাই ধরুন। বহু যুগ ধরে মানুষ নিজেদের কাজে ব্লেড ব্যবহার করে আসছে। তবে বহু বছর হয়ে গেলেও ব্লেডের সেই নকশা ঠিক আগের মতই বজায় রয়েছে। তবে এর পেছনে আসল কারণ কি? আসলে ব্লেডের এই নকশা অপরিবর্তিত থাকার পেছনেও রয়েছে একটি রহস্য। আজকের এই প্রতিবেদনে জানবো সে সম্পর্কেই।
১৯০১ সালে জনপ্রিয় আন্তর্জাতিক ব্যাবসায়িক প্রতিষ্ঠান জিলেট-এর প্রতিষ্ঠাতা কিং ক্যাম্প জিলেট (King Camp Gillette) ও তাঁর সহকর্মী উইলিয়াম নিক্সারসন (William Nixerson) সর্বপ্রথম এই ধারালো জিনিসটির একটি নকশা তৈরি করেন। এটিকে সর্বপ্রথম তারা নিজেরাই ব্যবহার শুরু করলেও পরবর্তীতে সেটার ব্যবসা শুরু করেন তারা। আমেরিকায় সর্বপ্রথম ব্লেড এর ব্যবসা শুরু হয়। জিলেট প্রতিষ্ঠিত হওয়ার পর তিন বছরের মধ্যে তারা ১৬৫ টি ব্লেড প্রস্তুত করেছিল। আর সেখান থেকেই শুরু ব্লেডের যাত্রা।
এরপর থেকে বেডের ব্যবহার ছড়িয়ে পড়তে শুরু করে গোটা বিশ্বে। তারপর আবিষ্কার হয় রেজারের। এমনকি এরপর থেকেই অন্যান্য সংস্থাগুলোও জিলেটকে অনুসরণ করতে শুরু করে। বর্তমানে বিভিন্ন কাজে মানুষ ব্যবহার করে ব্লেডের। যার মধ্যে চুল-দাড়ি কাটার জন্য সবচেয়ে বেশি ব্লেডের ব্যবহার হয়। আর ব্লেডের নাম আসলেই সবার প্রথমে মানুষের চোখে ভেসে ওঠে জিলেটের তৈরি করা নকশা।
বর্তমানে সমস্ত ভারত জুড়ে জিলেট কোম্পানি ব্যবসা করছে। আর ব্লেডের পাশাপাশি বিভিন্ন ধরনের প্রোডাক্টও বিক্রি করছে তারা। পাশাপাশি এক্সট্রিম, টোপাজ, বিদ্যুৎ, বিজয় ও জনতার মতো কোম্পানিগুলোও ভারতে শুরু করেছে ব্লেডের ব্যবসা।