প্রতিবেশীর কুনজর থেকে বাঁচতে বাড়িতে আজই লাগান এই গাছগুলো, ফল পাবেন হাতেনাতে
সাধারণ মানুষ গাছগুলো বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য বা ধর্মীয় কারণে লাগালেও, অনেকেই জানেন না যে বাস্তুমতে এই গাছগুলো বাড়ির বহু সমস্যা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এই পৃথিবীতে প্রায় প্রত্যেকটা মানুষই নিজেদের ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে পছন্দ করেন। অনেকেই এক ধাপ এগিয়ে নিজের ঘরবাড়ি সুন্দর রাখতে চান। এই মর্মে কেউ নানা রকমের বাতি কিনে থাকেন, কেউ ঘর সাজানোর জন্য হস্তশিল্পের বিভিন্ন জিনিস ব্যবহার করেন। এইসবের মাঝে কেউ আবার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করতে বিভিন্ন রকমের গাছের আশ্রয় নিয়ে থাকেন। কেই ফুলগাছ লাগান, কেউ পাতাযুক্ত গাছ লাগিয়ে ঘরবাড়ি সাজিয়ে থাকেন।
বেশিরভাগ মানুষই গোলাপ, জবা, অপরাজিতা প্রভৃতি ফুল গাছ ব্যবহার করে থাকলেও বহু মানুষ মানিপ্ল্যান্ট, তুলসী বা ক্রাসুলা ওভাটার মতো গাছ বাড়িতে লাগিয়ে থাকেন। সাধারণ মানুষ গাছগুলো বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য বা ধর্মীয় কারণে লাগালেও, অনেকেই জানেন না যে বাস্তুমতে এই গাছগুলো বাড়ির বহু সমস্যা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের এই প্রতিবেদন বিভিন্ন পাতাযুক্ত গাছকে নিয়েই। এই প্রতিবেদনে বিভিন্ন পাতাযুক্ত গাছ সংক্রান্ত বাস্তুশাস্ত্রের এমন কিছু কথা তুলে ধরা হল, যেগুলো মেনে চললে বাড়িতে প্রতিবেশীদের কুনজর লাগবে না।
■ বাস্তুশাস্ত্রে বিভিন্ন পাতাযুক্ত গাছের ভূমিকা:
১. বাড়ির অন্দরে মানিপ্ল্যান্ট গাছ লাগালে শত্রুর বিনাশ হয়। বিভিন্ন রকমের নেগেটিভ এনার্জি বাড়ি থেকে দূরে থাকে এবং পজেটিভ এনার্জি বাড়ির অন্দরে প্রবেশ করে।
২. আজকাল যাদের বাড়ির সঙ্গে বড়ো বাগান আছে, তাঁদের অনেকেই বাগানে বেলফুল বা জুঁই ফুলের গাছ লাগিয়ে থাকেন। জানিয়ে রাখি, এই গাছগুলো শুধুমাত্র বাগানের সৌন্দর্য বৃদ্ধি করে না। বাস্তুশাস্ত্র অনুযায়ী, এটি বাড়িকে বিভিন্ন রকমের নেগেটিভ শক্তি থেকে বাড়ির সদস্যদের রক্ষা করে এবং একইসঙ্গে প্রতিবেশীদের কুনজর থেকে বাঁচায়।
৩. হিন্দুধর্মাবলম্বী অনেকেই বাড়িতে তুলসী গাছ লাগিয়ে ধূপধুনো দিয়ে নিয়মিতরূপে পুজো করে থাকেন। অনেকেই তুলসী গাছের বাস্তু সংক্রান্ত উপকারিতা সম্পর্কে অবগত নন। তুলসী গাছ বাড়িতে থাকলে তা বাড়ির সদস্যদের প্রতিবেশীদের কুনজর থেকে বাঁচায়। আর এই জন্যই বাস্তুশাস্ত্রে তুলসী মঞ্চ স্থাপন করার পরামর্শ দেওয়া হয়।