ভুলেও বাড়িতে রাখবেন না এই ৫টি গাছ, গ্ৰাস করবে অর্থনৈতিক সংকট
সম্ভাব্য বিপদ থেকে বাঁচাতে নিম্নে কোন গাছ লাগানো উচিত, কোনো গাছ লাগানো উচিত নয়।

বাড়ি সাজানোর জন্য মানুষ নানান রকমের গাছ কিনে থাকেন। কেউ বাস্তুশাস্ত্র মতে কেনেন, আবার কেউ নিজের পছন্দ অনুযায়ী কিনে থাকেন। গাছ কেনার কারণ যাই হোক না কেন, বাড়িতে বাচ্চা বা পোষ্য থাকলে কিছু বিষয় মাথায় রেখে গাছ কেনা উচিত ও বাড়িতে লাগানো উচিত। কিছু গাছ দেখতে সুন্দর হলেও বা বাড়ির মানান বৃদ্ধি করলেও আসলে খুবই বিষাক্ত হয়। এই গাছগুলো পোষ্য বা বাচ্চাদের হাতের কাছে পৌঁছে গেলে প্রাণঘাতক হয়ে উঠতে পারে। সম্ভাব্য বিপদ থেকে বাঁচাতে নিম্নে কোন গাছ লাগানো উচিত, কোনো গাছ লাগানো উচিত নয় এবং কীভাবে গাছগুলো লাগানো উচিত সবটাই বিস্তারিতভাবে বর্ণনা করা হল।
■ বাড়িতে গাছ লাগানোর সময়ে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে:
১. টবে যে মাটি ব্যবহার করা হবে এবং যে সার গাছের জন্য ব্যবহার করা হবে, সেগুলো বাচ্চাদের তথা পোষ্যদের নাগালের বাইরে রাখতে হবে।
২. গাছের আশেপাশে পোকামাকড় থাকলে তা যত তাড়াতাড়ি সম্ভব দূর করার চেষ্টা করতে হবে।
৩. টব ফেটে গেলে সেটি আর ব্যবহার করা যাবে না।
৪. ঝুলন্ত টব বা হ্যাঙার প্ল্যান্টার ব্যবহার করার সময় টবের গুণমান যাচাই করতে হবে। অর্থাৎ গাছ লাগানোর জন্য যে হ্যাঙার প্ল্যান্টার বাছা হয়েছে, সেটি উক্ত গাছের ওজন বহন করতে পারবে কিনা কিংবা গাছটির বৃদ্ধি সহ্য করতে সক্ষম কিনা, সেটা অবশ্যই যাচাই করে ও খোঁজ নিয়ে দেখতে হবে। কারণ সঠিক হ্যাঙার প্ল্যান্টার বাছতে না পারলে সেটি হঠাৎই পড়ে যেতে পারে এবং দুর্ঘটনাও ঘটতে পারে।
৫. বাড়িতে রাখা গাছযুক্ত টবগুলো মাটি থেকে একটু উঁচুতে রাখতে হবে। আসলে অনেক সময়ে টবের গাছের গোড়ায় জল জমে থাকতে দেখা যায়। বাড়ির পোষ্যরা অনেক সময়েই সেই জল খাওয়ার চেষ্টা করে। এই জল পোষ্যদের শরীরের জন্য ক্ষতিকারক হতে পারে। আর তাই টবগুলোকে পোষ্যদের নাগালের বাইরে রাখা ভালো।
■ কোন গাছ বাড়িতে লাগানো উচিত এবং কোন গাছ নয়?
১. লিলি: লিলি গাছ অন্যতম সুন্দর গাছ। এই গাছটি বাড়ি সাজানোর জন্য বহুল পরিমাণে ব্যবহৃত হয়। তবে যাদের বাড়িতে পোষ্য কুকুর-বিড়াল আছে, তাঁদের এই গাছ বাড়িতে নিয়ে যাওয়া উচিত নয়। কারণ, এই গাছ বেশ বিষাক্ত প্রকৃতির হয়। পোষ্যরা এই গাছ খেয়ে ফেললে তা প্রাণঘাতী প্রমাণিত হতে পারে।
২. আমরান্থাস: অসম্ভব প্রকৃতির সুন্দর হওয়ার কারণে বাড়ি সাজানোর উদ্দেশ্যে অনেকেই আমরান্থাস গাছ এনে থাকেন। কিন্তু অনেকেই জানেন না যে, এই গাছের ফুলটি অনেকের অসুস্থার কারণ হতে পারে। এই ফুল অনেক ক্ষেত্রেই এলার্জির কারণ হিসেবে ধরা দিয়েছে।
৩. ইংলিশ আইভি: বাড়ির অন্দরে অক্সিজেন তৈরি করার এক দুর্দান্ত গাছ হল ইংলিশ আইভি। জানিয়ে রাখি, এই গাছের পাতা মানব ত্বকে প্রদাহ সৃষ্টি করতে পারে। আর তাই এই গাছ বাড়িতে লাগালে গাছের পাতা ধরতে গেলে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, গাছের পাতা ধরার সময়ে গ্লাভস পরিধান করতে হবে।
৪. অ্যালোভেরা: অ্যালোভেরা গাছ ত্বক, চুল তথা মানব শরীরের জন্য খুবই উপকারী। তবে বাড়িতে পোষ্য কুকুর-বিড়াল থাকলে এই গাছ বাড়িতে লাগানো উচিত নয় কিংবা লাগালেও পোষ্যদের নাগালের বাইরে রাখতে হবে। উল্লেখ্য, অ্যালোভেরা গাছের পাতায় এক বিশেষ প্রকৃতির রস থাকে, যা ল্যাটিক্স নামে পরিচিত। এই ল্যাটিক্স পোষ্যদের শরীরে প্রবেশ করলে তা তাদের শরীর অসুস্থ হওয়ার কারণ হয়ে উঠতে পারে।
৫. ক্যালাডিয়াম: ক্যালাডিয়াম গাছ সাদা, গোলাপি রঙের ফুল সহযোগে পাওয়া যায়। কোনো ঢেউ খেলানো জায়গায় এই গাছ লাগাতে পারলে, এগুলো দেখতে খুবই সুন্দর লাগে। বাড়ির ছাদ হোক বা বারান্দা উভয়কেই সুন্দর ও সজ্জিত করে তোলে ক্যালাডিয়াম। তবে বাড়িতে পোষ্য থাকলে এই গাছ লাগানো উচিত নয়। কারণ, এই গাছ খুবই বিষাক্ত। এই গাছের ফুল পোষ্যরা যদি ভুল করে খেয়ে ফেলে, তাহলে তা পোষ্যদের জন্য প্রাণঘাতী প্রমাণিত হতে পারে। এই সাবধানবাণী বাড়ির বাচ্চাদের জন্যেও প্রযোজ্য।