বাড়ির এই দিকে লাগান তুলসী গাছ, কেটে যাবে অর্থনৈতিক সংকট
বাস্তুবিদদের মতে এই ফুলের গাছগুলো বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করার পাশাপাশি পরিবারে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে। তবে বাস্তুশাস্ত্রের নিয়ম অনুযায়ী সব সময় বাড়ির উত্তর-পূর্ব কোণে এগুলোকে রোপণ করতে হবে।

হিন্দুশাস্ত্রে তুলসী গাছের একটি আলাদাই মাহাত্ম্য রয়েছে। হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্ত পবিত্র একটি গাছ বলে মনে করা হয়। যার কারণে প্রায় প্রতিটি বাড়িতেই এই গাছটি দেখতে পাওয়া যায়। এই গাছটিকে প্রতিটি বাড়িতেই পুজো করা হয়। তবে এছাড়াও এই গাছের বহু ঔষধি গুণও রয়েছে। বিশেষ করে ঠান্ডা লাগার ওষুধ হিসেবে তুলসী পাতা ব্যবহার হয়ে থাকে। এছাড়াও একাধিক প্রসাধনী তৈরিতেও তুলসীর ব্যবহার হয়। পাশাপাশি বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির জন্য তুলসী গাছ অত্যন্ত শুভ একটি গাছ।
বাড়িতে তুলসী গাছ থাকলে তা বিভিন্ন রকম সমস্যার সমাধান করে। তুলসী গাছের প্রভাবে দূর হয় বিভিন্ন রকম অর্থনৈতিক সমস্যা। উন্নতি ঘটে অর্থনৈতিক পরিস্থিতির। তবে এর জন্য বেশ কিছু সঠিক নিয়ম রয়েছে। যেগুলো অক্ষরে অক্ষরে পালন করলে তবেই মিলবে সুফল। আসুন তাহলে সেই নিয়মগুলো সম্পর্কে জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।
বাস্তুবিদদের মতে বাড়ির উত্তর-পূর্ব দিকে তুলসী গাছ লাগানো শুভ বলে মনে করা হয়। এদিকে তুলসী গাছ লাগানো হলে তা বাড়িতে শুভ প্রভাব বিস্তার করে। পাশাপাশি নানাবিদ পারিবারিক সমস্যা, অশান্তি ও ব্যক্তিগত সমস্যাও দূর করে অচিরে। কেউ যদি দীর্ঘদিন যাবত অর্থনৈতিক সমস্যায় ভোগেন তাহলে তাঁদের জন্য তুলসী গাছ অত্যন্ত উপকারী একটি গাছ। বাড়িতে তুলসী গাছ রোপন করলে তা বাড়িতে সুখ-সমৃদ্ধির আগমন ঘটায়। তবে শুধুমাত্র গাছ লাগালেই হবে না সঠিকভাবে পরিচর্যাও করতে হবে।
কারণ সঠিক নিয়ম না মানলে তুলসী গাছ বাড়িতে অশুভ প্রভাবও ফেলতে পারে। যার কারণে বাড়িতে আগমন ঘটতে পারে বিভিন্ন রকমের অশান্তির। তুলসী গাছে নিয়মিত স্নানের পর জল দেওয়া প্রয়োজন। এতে মন ও শরীর-স্বাস্থ্য ভালো থাকার পাশাপাশি বাড়ির অভ্যন্তরীণ পরিবেশেও শান্তি বজায় থাকে। তবে তুলসী গাছের পাশাপাশি আরো বেশ কয়েকটি গাছ রয়েছে যেগুলো অর্থনৈতিক উন্নতি ঘটাতে সক্ষম। যেমন- গাঁদা গাছ, অপরাজিতা গাছ ও লিলি গাছ।
বাস্তুবিদদের মতে এই ফুলের গাছগুলো বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করার পাশাপাশি পরিবারে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে। তবে বাস্তুশাস্ত্রের নিয়ম অনুযায়ী সব সময় বাড়ির উত্তর-পূর্ব কোণে এগুলোকে রোপণ করতে হবে। এর পাশাপাশি যদি সম্ভব হয় তাহলে বাড়ির দক্ষিণ দিকে জুঁই ফুলের গাছ ও বেল গাছ রোপন করলে নানাবিধ সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।
বিঃ দ্রঃ : উপরোক্ত প্রতিবেদনটি বাস্তুবিদদের পরামর্শের ভিত্তিতে লেখা হয়েছে। আমাদের প্রতিবেদন কোনোরকম কুসংস্কারকে সমর্থন করে না। ব্যক্তিবিশেষে এর ফল ভিন্ন হতে পারে।