ভুল করেও সপ্তাহের এই দিনে তুলসী গাছে জল দেবেন না, গ্ৰাস করবে অর্থনৈতিক সংকট

হিন্দু ধর্মাবলম্বী মানুষদের বাড়িতে তুলসী গাছ খুবই শুভ বলে মনে করা হয়। তুলসী গাছকে মা লক্ষ্মীর এক রূপ বলে দাবি করা হয়।

হিন্দু ধর্মাবলম্বী মানুষদের বাড়িতে তুলসী গাছ খুবই শুভ বলে মনে করা হয়। তুলসী গাছকে মা লক্ষ্মীর এক রূপ বলে দাবি করা হয়। আর তাই নিয়মিতভাবে তুলসী গাছে জল নিবেদন করলে বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয়। বাড়িতে তুলসী গাছের উপস্থিতি ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর বাস করার ইঙ্গিত বয়ে আনে। তবে বিশেষ কয়েকটি দিন থাকে, যে দিনগুলোতে তুলসী গাছে জল দেওয়া যায় না। উক্ত দিনগুলোতে তুলসী গাছে জল দিলে হিতের বিপরীত হয়ে যেতে পারে। এই বিষয়ে নিম্নে বিস্তারিতভাবে আলোচনা করা হল।

এই কাজগুলো কখনওই করবেন না:

১. রবিবারে তুলসী গাছে জল দেওয়া: তুলসী গাছে এমনিতে প্রতিদিনই জল দেওয়া যায়। তবে একটি বিশেষ দিনে জল দেওয়া উচিত নয়। ওই দিনটি হল রবিবার। এই দিনে মূলত তুলসী মা উপবাস করেন। অতঃপর রবিবারে তুলসী গাছে জল দিলে তুলসী মায়ের উপবাস ভঙ্গ হয়ে যায়। এই অবস্থায় দেবী লক্ষ্মী ক্রোধান্বিত হয়ে গেলে জীবনে সমস্যার পাহাড় ভেঙে পড়তে পারে।

২. একাদশীতে জল দেওয়া: রবিবার ছাড়াও একাদশীর দিনে তুলসী গাছে জল দেওয়া যায় না। ওইদিনও তুলসী গাছে জল দেওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, একাদশীর দিনে তুলসী ও শালিগ্রাম শিলার বিয়ে হয়েছিল। শালিগ্রাম শিলা বিষ্ণুরই রূপ বলে দাবি করা হয়। এইদিন মা লক্ষ্মীর উপবাসের দিন। এই অবস্থায় একাদশীর দিনে তুলসী গাছে জল দিলে মা লক্ষ্মীর উপবাস ভেঙে যাবে। যা মা লক্ষ্মীর ক্রোধের অন্যতম কারণ হয়ে দাঁড়াতে পারে। মা লক্ষ্মী রেগে গেলে তুলসী গাছ শুকিয়ে যেতে পারে।

কীভাবে তুলসী পুজো করা উচিত?
সর্বদাই মাথায় রাখতে হবে যে, একাদশী ও রবিবারে তুলসী গাছে জল দেওয়া যায় না। উক্ত দিনগুলো বাদে প্রত্যেকদিনই নিয়মিত জল দিতে হবে তুলসী গাছে। জল দেওয়ার সঙ্গে ধূপ-প্রদীপ জ্বালানোর কাজ এবং পুজোও করতে হবে। তুলসী মা প্রসন্ন হলে বাড়ি ও পরিবারের উপর কৃপা বর্ষিত হবে। যা বাড়িতে সুখ-স্বাচ্ছন্দ্যের আগমন ঘটাবে। ফলস্বরূপ, বাড়ি ইতিবাচক শক্তিতে ভরে যাবে।