কেটে যাবে অর্থনৈতিক সংকট, কয়েক টুকরো লবঙ্গে বদলে যাবে ভাগ্য

একটি প্রদীপ জ্বালিয়ে তাতে ২ টো লবঙ্গ রেখে দিতে পারেন। এভাবে ২১ টি মঙ্গলবার এই কাজটি করলে ফল মিলবে হাতেনাতে।

একটি বহু পুরোনো প্রবাদ রয়েছে যে, যত গুড় তত মিষ্টি। আর জীবনের চলার পথে প্রতিটি পদক্ষেপে এটি প্রযোজ্য। সেরকমভাবে রান্নার ক্ষেত্রেও এই কথাটি হুবহু মিলে যায়। কারণ রান্নায় যত বেশি মসলার প্রয়োগ হবে ততই রান্নার স্বাদ দুর্দান্ত হবে। তবে আপনি জানেন কি আমাদের এমন কিছু চেনা পরিচিত মসলা রয়েছে যেগুলো রান্নার স্বাদ বাড়ানোর পাশাপাশি দূর করতে পারে আমাদের অর্থনৈতিক সংকটও। সেরকমই সকলের অতি পরিচিত একটি মসলা হলো লবঙ্গ। ‌যার মধ্যে রয়েছে একাধিক ঔষধি গুন।

চিকিৎসকদের মতে, নিয়মিত খালি পেটে ২ টো করে লবঙ্গ খেলে সমস্ত পেটের সমস্যা দূর হয়। লবঙ্গে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, আয়রন, সোডিয়াম, কার্বোহাইড্রেট, হাইড্রোক্লোরিক, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি, ফাইবার, ভিটামিন কে ও ম্যাঙ্গানিজ। এছাড়াও জ্যোতিষ শাস্ত্র মতেও লবঙ্গ একটি অতি পবিত্র উপাদান। কারণ এই লবঙ্গ নিমেষের মধ্যে বদলে দিতে পারে আপনার ভাগ্য। যদি আপনার কোনো কাজ আটকে থাকে তাহলে তা নিমেষের মধ্যে সমাধান করে দিতে পারে কেবলমাত্র এক টুকরো লবঙ্গ।

আপনি যদি দীর্ঘদিন যাবত টাকা পয়সা সংক্রান্ত সমস্যায় ভোগেন তাহলে যেকোনো অমাবস্যা অথবা পূর্ণিমার রাতে ২১ টি লবঙ্গ ও কর্পূর পুড়িয়ে দিন। জ্যোতিষশাস্ত্র মতে মনে করা হয় এটি করা মানে মা লক্ষ্মীকে দান করা। এই কাজটি করার পাশাপাশি মা লক্ষ্মীর প্রনাম মন্ত্র পাঠ করতে হবে ও মাকে নিজের যাবতীয় সমস্যার কথা বলতে হবে। যার ফল পাওয়া যাবে হাতে নাতে।

কোথাও ইন্টারভিউ দিতে যাওয়ার আগে অথবা কোনো শুভ কাজে যাওয়ার আগে মুখের মধ্যে দুটো লবঙ্গ পুরে নিতে পারেন। এতে কাজটি ভালোভাবে সম্পন্ন হবে। এর পাশাপাশি নিজের ইষ্টদেবতার ধ্যান করলেও সেই কাজের ফল পাওয়া যাবে। যারা দীর্ঘদিন ধরে পরিশ্রম করেও কোনো ফল পান না। তারা প্রতি মঙ্গলবার বজরংবলির মূর্তির সামনে একটি প্রদীপ জ্বালিয়ে তাতে ২ টো লবঙ্গ রেখে দিতে পারেন। এভাবে ২১ টি মঙ্গলবার এই কাজটি করলে ফল মিলবে হাতেনাতে।

বিঃ দ্রঃ উপরোক্ত প্রতিবেদনটি বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে লেখা হয়েছে। এর কোনোরকম বৈজ্ঞানিক ভিত্তি নেই। ব্যক্তিবিশেষে এর ফল ভিন্ন হতে পারে।