বাড়িতে লাগান এই উপকারী গাছ, কেটে যাবে অর্থনৈতিক সংকট

বাস্তুশাস্ত্র মতে এগুলো ছাড়াও এমন কয়েকটি বিশেষ গাছ রয়েছে যেগুলো পাল্টে দিতে পারে মানুষের জীবন।

নিত্যদিনের জীবনে কোনো না কোনোভাবে গাছপালা মানুষের জীবনের সাথে জড়িয়ে থাকে। বিভিন্ন ধরনের গাছ বিভিন্নভাবে মানুষের উপকার করে। উদ্ভিজ্জ শক্তি গুলো বিভিন্নভাবে মানুষের জীবনকে প্রভাবিত করে। যেমন বাড়িতে তুলসী গাছ থাকাটা অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। পাশাপাশি মানিপ্লান্ট থাকলে তাঁর প্রভাবে পরিবারের সদস্যদের অর্থনৈতিক সমস্যা কেটে যায়। যার কারনে বেশিরভাগ বাড়িতেই এই দুটো গাছ দেখা যায়। ‌ তবে বাস্তুশাস্ত্র মতে এগুলো ছাড়াও এমন কয়েকটি বিশেষ গাছ রয়েছে যেগুলো পাল্টে দিতে পারে মানুষের জীবন।

সেরকমই একটি গাছ হল ‘ক্রসুলা ওভাটা’ (Crassula Ovata)। যাকে অনেকে জেড ট্রি, লাকি ট্রি, মানি ট্রি অথবা ফ্রেন্ডশিপ ট্রি নামেও চেনেন। বিভিন্ন বাস্তুবিদদের মতে এই কাজটি মানুষের জীবন থেকে অর্থনৈতিক সমস্যা নির্মূল করতে সাহায্য করে। তবে যদি ভুল ভাবে এই গাছটি বাড়িতে লাগানো হয় তাহলে তার ইতের বিপরীত হতে পারে। তাই অবশ্যই মনে করে এই গাছটিকে বাড়ির প্রবেশ পথের ডানদিকে লাগানো উচিত। এতে বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে।

এছাড়াও এই গাছটি বাড়ির দিকে সম্পদকে আকর্ষণ করে। যার কারণে পরিবারের মানুষজনের আর্থিক সমস্যা দূর হয়ে যায়। এই গাছটির পাতা অত্যন্ত নরম হয়। যার কারণে এদের সূর্যালোকের খুব একটা প্রয়োজন পরে না। চাইলে ঘরের ভেতরেও এই গাছটি রাখা যেতে পারে‌। এর প্রভাবে ঘরের ভেতর ইতিবাচক শক্তি প্রবেশ করতে পারবে। এছাড়াও এই গাছটি রোপনের আরো একটি বিশেষ সুবিধা হল এই গাছটি খুব একটা বড় হয় না যার কারণে খুব একটা জায়গার প্রয়োজন পরে না।

এছাড়াও এর পরিচর্যার খুব একটা প্রয়োজন পরে না। সপ্তাহে দু থেকে তিনবার জল দিলেই এই গাছটি বেঁচে থাকতে পারে। এমনকি এই গাছটি দেখতে অত্যন্ত সুন্দর হওয়ার কারণে তা বাড়ির সৌন্দর্যও বৃদ্ধি করে। যার কারণে অনেকে ঘরের ভেতরেও এই গাছটি লাগিয়ে থাকেন।

বিঃ দ্রঃ উপরোক্ত প্রতিবেদনটি বাস্তুবিদদের পরামর্শের ভিত্তিতে লেখা হয়েছে। এর কোনোরকমের বৈজ্ঞানিক ভিত্তি নেই। ব্যক্তিবিশেষে এর ফল ভিন্ন হতে পারে।