বাড়িতে এই গাছগুলো রাখলেই পাবেন অর্থনৈতিক সমস্যার থেকে মুক্তি, জেনে নিন বিস্তারিত
বাড়ির সদস্যদের জীবনযাপন ভাল রাখার জন্য বাড়ির বাস্তু ঠিক রাখা খুবই প্রয়োজন। বাস্তু ঠিক রাখার জন্য অবশ্যই কিছু নিয়ম মেনে চলা বাধ্যতামূলক।

বাড়ির সদস্যদের জীবনযাপন ভাল রাখার জন্য বাড়ির বাস্তু ঠিক রাখা খুবই প্রয়োজন। বাস্তু ঠিক রাখার জন্য অবশ্যই কিছু নিয়ম মেনে চলা বাধ্যতামূলক। কিছু কিছু গাছ আছে যেগুলো বাড়ির বাস্তু ঠিক রাখতে সহায়তা করে, এর মধ্যে স্পাইডার প্ল্যান্ট (Spider Plant) অন্যতম। এই গাছটিকে সঠিক স্থানে ও বাড়ির সঠিক দিকে লাগালে বাড়ির সদস্যদের জীবনে সৌভাগ্য ও সম্পদের আগমন ঘটতে পারে। নিম্নে এই সম্পর্কে বিস্তারে আলোচনা করা হল।
■ স্পাইডার প্ল্যান্টকে কোথায় রাখা উচিত?
১. বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূরে রাখার ব্যাপারে ও ইতিবাচক শক্তি বহাল রাখার ব্যাপারে স্পাইডার প্ল্যান্টের উল্লেখযোগ্য অবদান থাকে। তাই এটিকে সঠিক স্থানে লাগানো খুবই প্রয়োজন।
২. তবে এটিকে সঠিক দিকে ও সঠিক স্থানে রাখতে হবে। এই গাছ মূলত বাড়ির পূর্ব দিকে, উত্তর দিকে, উত্তর-পশ্চিম দিকে বা উত্তর-পূর্ব দিকে লাগানো যেতে পারে। উল্লিখিত দিকগুলোতে সঠিকভাবে স্পাইডার প্ল্যান্ট লাগালে তা বাড়ির জন্য শুভ বলে দাবি করা হয়।
৩. স্পাইডার প্ল্যান্ট গাছটি কোনোমতেই বাড়ির পশ্চিম দিকে বা দক্ষিণ দিকে লাগানো যাবে না।
৪. এই গাছটি বাড়িতে যে কোনো জায়গায় তথা রান্নাঘর, বসার ঘরে, বারান্দায় ও বাড়ির স্টাডিরুমে লাগানো যেতে পারে।
৫. স্পাইডার প্ল্যান্টটি অফিসেও লাগানো যেতে পারে। এক্ষেত্রে গাছটি অফিস টেবিলে রাখলে কোনো সমস্যা হবে না।
■ সতর্কবার্তা:
১. স্পাইডার প্ল্যান্ট গাছটির যত্ন নিতে হবে।
২. এই গাছটিকে কোনোমতে শুকোতে দেওয়া যাবে না।
৩. কোনো কারণে স্পাইডার প্ল্যান্ট গাছটি শুকিয়ে গেলে পরমুহূর্তেই এটিকে বাড়ি থেকে বের করে দিত হবে। এই গাছটিকে শুকিয়ে যাওয়া অবস্থায় বাড়িতে রাখা যাবে না।
৪. শুকিয়ে যাওয়া গাছটি সরিয়ে দেওয়ার পরে নতুন স্পাইডার প্ল্যান্ট গাছ আবার বাড়ির টবে লাগানো যেতে পারে।
৫. এই গাছটি কোনোভাবেই ভুল দিকে রাখা যাবে না। রাখলে হিতের বিপরীত হতে পারে। বাড়ির সদস্যদের উন্নতি হওয়ার পরিবর্তে ক্ষতি হয়ে যেতে পারে।
[Disclaimer: এই প্রতিবেদন বাস্তুশাস্ত্রে উল্লিখিত তথ্যের ভিত্তিতে লেখা হয়েছে। ব্যক্তিবিশেষে এর ফল ভিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া যেতে পারে।]