Vastu Tips : বাস্তুমতে বাড়ির এদিকে লাগান অ্যালোভেরা গাছ, সঙ্গে ঘুরে যাবে ভাগ্যের চাকা

শুধু সৌন্দর্য বৃদ্ধিতেই নয়, বাস্তু নিয়ম অনুসারে অ্যালোভেরাতে যেমন রয়েছে ঔষধি গুণ, তেমনি কেটে যায় বাস্তুদোষ।

Vastu Tips: পরিবেশ রক্ষার জন্য গাছ লাগানো খুবই গুরুত্বপূর্ণ। আর তাই বাড়িতে কিছু না কিছু গাছ অবশ্যই লাগাবেন। ফল, ফুলের গাছ এখন অনেক বাড়িতেই থাকে। ঘরের ভেতর বা বাড়ির উঠোনের চারিদিকে সবুজের ছোঁয়া দেখতেও ভালো লাগে। শুধু তাই নয় বাস্তু নিয়ম মেনে অনেকেই বাগানে কিংবা বাড়ির মধ্যে গাছ গালান। অ্যালোভেরা গাছ সাধারণত রূপচর্চার কাজে লাগে, এমন ধারণায় একটি টবে যত্ন করে বড় করেন। অ্যালোভেরা শুধু সৌন্দর্য বৃদ্ধিতেই নয়, বাস্তু নিয়ম অনুসারে অ্যালোভেরাতে যেমন রয়েছে ঔষধি গুণ, তেমনি কেটে যায় বাস্তুদোষ। বাড়ির কোনদিকে রাখলে বিশেষ উপকার হয় এই গাছের তা জেনে নিন আজকের প্রতিবেদনে।

Vastu Tips

১) বাস্তু বলছে আপনার ঘরের মধ্যে অ্যালোভেরা গাছ লাগানো খুবই শুভ।

২) ঘরের মধ্যে থাকলে আপনার প্রতিটি কাজকে শুভ ও সুন্দর ভাবে করে তোলে।

Vastu Tips

৩) যে ঘরে অ্যালোভেরা গাছ লাগিয়ে রাখবেন সেখানে ভালোবাসা, ধন-সম্পদ, উন্নতি সব কিছু বজায় থাকে।

৪) বাড়ির পূর্ব দিকে অ্যালোভেরা গাছ লাগানোর চেষ্টা করবেন।

৫) বাড়ির দক্ষিণ – পূর্ব দিকেও অ্যালোভেরা গাছ লাগাতে পারেন।

৬) বাড়িতে চাকরি প্রার্থী ও অগ্রগতি চাইলে বাড়ির পশ্চিম দিকে এই গাছ লাগান।

বিঃদ্রঃ – সবশেষে জানিয়ে রাখি বাড়ির উত্তর পশ্চিম দিকে কোনো মতেই এই গাছ লাগাবেন না। এর ফলে কিন্তু হিতে বিপরীত হতে পারে আপনার।