বাড়ির এই দিকে লাগান তুলসী গাছ, দূর হবে অর্থনৈতিক সংকট, রইল বিস্তারিত

তুলসী গাছ শুধুমাত্র বাড়ির সদস্যদের স্বাস্থ্যই ভালো রাখে না, এটি বাড়ির শান্তি বজায় রাখতে ও অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটাতেও কার্যকরী ভূমিকা পালন করে।

মনুষ্য জীবনে তুলসী গাছের গুরুত্ব অপরিসীম। এই গাছ পাতা শরীর ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তুলসী পাতার রস মধুর সঙ্গে নিয়মিত সেবন করলে শরীরের রোগব্যাধি সেরে ওঠে। সর্দি-কাশি প্রবণ মানুষের জন্য তুলসী পাতার রস আশীর্বাদরূপে কাজ করে। যদিও এক্ষেত্রে কিছু নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হয়।

উল্লেখ্য, তুলসী গাছ শুধুমাত্র বাড়ির সদস্যদের স্বাস্থ্যই ভালো রাখে না, এটি বাড়ির শান্তি বজায় রাখতে ও অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটাতেও কার্যকরী ভূমিকা পালন করে। বাস্তুশাস্ত্র অনুযায়ী, তুলসী গাছ বাড়ির জন্য খুবই উপকারী। তবে নির্দিষ্ট নিয়ম মেনে এই গাছ বাড়িতে রোপণ করা বাধ্যতামূলক। নিম্নে এই নিয়ে বিস্তারে আলোচনা করা হল।

■ বাড়িতে তুলসী গাছ কীভাবে রোপণ করা উচিত?
১. যত্রতত্র তুলসী গাছ রোপণ করা যাবে না। সঠিক দিকে সঠিকভাবে এই গাছটি রোপণ করতে হবে। জানিয়ে রাখি, তুলসী গাছের মুখ বাড়ির উত্তর-পূর্ব দিকে থাকতে হবে।
২. এমনটা করলে বাড়ির সদস্যদের ব্যক্তিগত সমস্যা ও পরিবারের বিভিন্ন রকমের সমস্যা দূর হবে। এছাড়াও বাড়ির দুয়ারে পা দেবে সুখ ও সমৃদ্ধি।
৩. তবে এই গাছটি শুধুমাত্র বাড়িতে বা উঠোনে লাগিয়ে দিলেই হবে না। বিশেষভাবে পরিচর্যা করতে হবে।

■ সতর্কতা অবলম্বন করতে হবে:
এই গাছটি সঠিক দিকে রোপণ করতে হবে। না করলে সমস্যা দেখা দিতে পারে। বাড়িতে অশুভ ঘটনা ঘটতে পারে। পারিবারিক সমস্যা আরও বৃদ্ধি পেতে পারে এবং অর্থনৈতিক সংকট আরও বাড়তে পারে।

এছাড়াও আপনি বাড়ির শ্রীবৃদ্ধির জন্য গাঁদাফুল, অপরাজিতা বা লিলি ফুলও রোপণ করতে পারেন। এই গাছগুলোই যেখানে সেখানে রোপণ করা যাবে না। বাড়ির উত্তর-পূর্ব দিকেই রোপণ করতে হবে। পরিবারে শান্তি বজায় রাখতে এই গাছগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

[Disclaimer: বাস্তুবিদদের মতামতের ভিত্তিতে এই প্রতিবেদন লেখা হয়েছে। এর ফল ব্যক্তি বিশেষে ভিন্ন রকমের হতে পারে।]