Vastu Tips: বাড়িতে বাসা বাঁধছে পায়রা! এ লক্ষণ শুভ না অশুভ জানেন? কী বলছে বাস্তুশাস্ত্র

বাড়িতে পায়রার আগমন সুখ, শান্তি এবং সমৃদ্ধির প্রতীক।

Vastu Tips: মানুষের জীবনে সময় ভালো না থাকলে কিছুই ভালো হয় না। তবে এই ভালো সময় আসার যদিও কোনো নির্দিষ্ট সময় থাকে না। এখন মানুষ প্রতিটি পদক্ষেপ ফেলে বাস্তু মেনে। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির সীমানা, কোথায় কি ঘর হবে এবং ঘরে কোন জায়গায় কোন জিনিস রাখা উচিত সেই সব জিনিস মেনে চলেন বহু মানুষ। তবে আপনার বাড়িতে কে আসবে কিংবা কে থাকবে সেই বিষয়ে নিশ্চয়ই আপনারা অবগত আছেন।

Vastu Tips:

Vastu Tips

অনেক সময় কিছু পাখি বাড়িতে বাসা তৈরি করে বসবাস শুরু করে। সেগুলির মধ্যে পায়রা হল অন্যতম। শাস্ত্র অনুসারে পাখির বাসা বানানো শুভ বা অশুভ বলে বিবেচিত হয়। জেনে নেওয়া বাড়িতে পায়রার বাসা বানানো শুভ নাকি অশুভ। পণ্ডিত ইন্দ্রমণি ঘনস্যাল ব্যাখ্যা করেছেন যে, বাড়িতে পায়রার আগমন হলে ভালো হবে না খারাপ হবে। চলুন তাহলে সেই বিশেষ বাস্তু টিপস সম্পর্কে জেনে নেওয়া যাক।

Vastu Tips

১) বাড়িতে পায়রার আগমন সুখ, শান্তি এবং সমৃদ্ধির প্রতীক।

২) যদি দেখেন পায়রা বাড়ির কোনও কোণে বাসা বাঁধতে শুরু করে তবে তা অশুভ বলে মনে করবেন। সাথে সাথেই তিনি বুঝে যাবেন ঘরে দারিদ্র্য আসবে।

৩) বাড়ির মধ্যে কোনো ভাবেই পায়রাকে বাসা বাধঁতে দেবেন না। আর্থিক সংকটে পড়তেই হবে এমনটাই জানিয়েছেন ইন্দ্রমনি বাবু।

৪) প্রায়শই দেখা যায় তাঁদের বাড়ির ছাদে পায়রাকে খাওয়াচ্ছেন। তাই এটা করা উচিত নয়। পায়রাকে সব সময় বাড়ির উঠোনে খাওয়াতে হবে। যার কারণে রাহুর দোষ দূর হয়।

Vastu Tips

৫) নিজের বাড়িতে পায়রা এসে বসলে পায়রাকে রোজ খাওয়ানো উচিত। তার ফলে বুধ শক্তিশালী হয় এবং রাহুও শান্ত থাকে।

বিঃদ্রঃ আমাদের প্রতিবেদন শুধুমাত্র কিছু তথ্য প্রদানের উদ্দেশ্যেই তৈরী হয়েছে। ব্যক্তি বিশেষে এই পক্রিয়া আলাদা হতে পারে। তার জন্য সরাসরি বাস্তুবীদের সাথে যোগাযোগ করতে পারেন।