অর্থনৈতিক সমস্যা দূর করতে আজই মানিপ্ল্যান্টে বাঁধুন লাল সুতো, ফল পাবেন হাতেনাতে
এই গাছগুলো যে শুধুমাত্র বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে তা নয়। বাস্তু ঠিক রাখতেও এই গাছগুলোর উল্লেখযোগ্য অবদান রয়েছে।

ঘর সাজানোর জন্য নানান রকমের কাছ লাগানো হয় বাড়িতে। কেউ ফুলগাছ লাগান, তো কেউ লাগান পাতাযুক্ত গাছ। ফুল গাছের তালিকায় নানান রকমের গাছের সমাহার থাকলেও, পাতাযুক্ত গাছের ক্ষেত্রে কিন্তু তেমন একটা ভ্যারাইটি দেখা যায় না। তবে এর মধ্যে মানিপ্ল্যান্ট, ক্রাসুলা ওভাটা, স্পাইডার প্ল্যান্ট প্রভৃতির নাম বেশ উল্লেখযোগ্য।
এই গাছগুলো যে শুধুমাত্র বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে তা নয়। বাস্তু ঠিক রাখতেও এই গাছগুলোর উল্লেখযোগ্য অবদান রয়েছে। আজকের এই বিশেষ প্রতিবেদনে মানিপ্ল্যান্ট গাছের সম্পর্কে আলোচনা করা হল। বাড়ির কোনদিকে রাখতে হবে, কীসে রাখতে হবে, সবই এই প্রতিবেদনে উল্লেখ করা হল।
■ মানিপ্ল্যান্ট গাছ লাগানোর নিয়মাবলী:
১. বাড়িতে মানিপ্ল্যান্ট গাছ লাগানোর সময়ে কিছু বিষয়ের উপর নজর রাখতে হবে। এই গাছ যেন বাড়ির দক্ষিণ দিকে রাখা হয়, এটা খেয়াল রাখতে হবে। এই গাছ কখনও বাড়ির উত্তর দিকে, পূর্ব দিকে বা উত্তর-পূর্ব দিকে রাখা যাবে না।
২. বাড়িতে মানিপ্ল্যান্ট গাছ লাগানোর সময়েও পাত্রের উপাদান ঠিকভাবে বাছতে হবে। এই গাছ প্লাস্টিকের টবে বা পাত্রে পুঁতলে হবে না। মানিপ্ল্যান্ট গাছ সর্বদাই হয় মাটির টবে বা সবুজ রঙ বিশিষ্ট কাঁচের বোতলে রাখতে হবে।
৩. এই গাছ সর্বদাই উদীয়মান অবস্থায় রাখতে হবে। এই গাছের বৃদ্ধি উপরের দিকে হলে, তবেই বাড়িতে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। এর ফলে যেমন টাকার আগমন ঘটবে, তেমনই আর্থিক সমস্যাও দূর হবে।
৪. মানিপ্ল্যান্ট গাছ লাগানোর পরে বাস্তুশাস্ত্রে মতে গাছটির ঠিকমতো করে যত্ন নিতে হবে। বাস্তুশাস্ত্রে লেখা রয়েছে যে, কাঁচা দুধের সঙ্গে জল মিশিয়ে মানিপ্ল্যান্ট গাছে দিলে তা বাড়ির জন্য ভালো। কারণ, এমনটা করলে দেবী লক্ষ্মী সন্তুষ্ট হবেন বলে দাবি করা হয়।
[Disclaimer: এই প্রতিবেদন মূলত বাস্তুবিদদের পরামর্শের ভিত্তিতে রচনা করা হয়েছে। ব্যক্তিবিশেষে এটি ভিন্ন ফল প্রদান করতে পারে।]