বাড়িতে আজই লাগান এই উপকারী গাছ, কেটে যাবে অর্থনৈতিক সংকট
বাড়িতে সঠিক পদ্ধতি অবলম্বন করে মানিপ্ল্যান্ট গাছ রোপণ করলে ভালো ফল পাওয়া যায়।

মানুষ ও উদ্ভিদ জগতের সম্পর্ক মনুষ্য জগতের প্রারম্ভ থেকেই। মানুষের জীবনযাপন ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে উদ্ভিদ জগতের সঙ্গে। উদ্ভিদের দৌলতেই এই পৃথিবীতে প্রাকৃতিক অক্সিজেনের বিপুল ভাণ্ডার রয়েছে। এই উদ্ভিদ জগতের দ্বারা মানুষ নানান উপায়ে উপকৃত হয়ে থাকে।
বাস্তুবিদদের মতে, বাড়িতে শান্তি বজায় রাখতে ও আর্থিক শ্রীবৃদ্ধি ঘটাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উদ্ভিদ। এই তালিকায় রয়েছে জবা ফুলের মতো ফুলগাছ এবং অ্যালোভেরা ও মানিপ্ল্যান্টের মতো পাতাযুক্ত গাছও। এই প্রতিবেদনটি মানিপ্ল্যান্টের মতোই আরেক পাতাযুক্ত গাছকে কেন্দ্র করে। বাড়িতে সঠিক পদ্ধতি অবলম্বন করে উক্ত গাছটি রোপণ করলে ভালো ফল পাওয়া যায়। নিম্নে সেই গাছ রোপণ করার ও স্থাপন করার সঠিক পদ্ধতি বর্ণনা করা হল।
এই প্রতিবেদন মূলত ক্রাসুলা ওভাটা (Crasulla Ovata) নামক গাছকে কেন্দ্র করে। এই গাছটি বিশ্বজুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিতি লাভ করেছে। কোথাও এটি ফ্রেন্ডশিপ ট্রি নামে পরিচিত, তো কোথাও এটি জেডি ট্রি নামে পরিচিত। কোনো এলাকায় এই গাছকে মানি ট্রি বলা হয়, আবার কোনো স্থানে এই গাছটি লাকি ট্রি হিসাবে পরিচিতি লাভ করেছে।
■ ক্রাসুলা ওভাটা গাছ বাড়ির কোথায় লাগাবেন?
বাড়িতে ক্রাসুলা ওভাটা গাছ লাগানোর নির্দিষ্ট নিয়ম রয়েছে। এই গাছ বাড়ির যত্রতত্র লাগানো যাবে না। বাড়ির পরিষ্কার স্থানে প্রবেশ দ্বারের ঠিক ডান দিকে রোপণ করতে হবে। সঠিক নিয়ম পালন করে গাছ রোপণ করলে বাড়িতে শান্তি বজায় থাকবে ও অর্থনৈতিক সংকট দূর করবে।
■ ক্রাসুলা ওভাটা গাছ লাগানোর সুফল:
সমস্ত রীতিমতো মেনে বাড়িতে ক্রাসুলা ওভাটা গাছ লাগালে সুখ সমৃদ্ধির আগমন ঘটবে এবং একইসঙ্গে বাড়ির আর্থিক সমস্যাও দূরীভূত হবে। এই গাছের সূর্যালোকের প্রয়োজন হয় না। একইসঙ্গে এটি খুব কম জায়গাতেই রোপণ করা যায়। আবার প্রতিদিন জল দেওয়ারও প্রয়োজন নেই, সপ্তাহে ২-৩ বার জল দিলেই এই গাছ বেঁচে থাকবে।
[Disclaimer: বাস্তুবিদদের পরামর্শের উপর ভিত্তি করে এই প্রতিবেদন রচনা করা হয়েছে। ব্যক্তিবিশেষে এর ফল ভিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।]