বাড়ির এই দিকে লাগান অপরাজিতা গাছ, কেটে যাবে অর্থনৈতিক সংকট
'নীল অপরাজিতা' এই ফুল সাধারণত শিবের পূজোয় ব্যবহার করা হয়। এই ফুলটি দেখতে অত্যন্ত সুন্দর হওয়ায় তা বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করতেও সাহায্য করে।

মানুষের ও পৃথিবীর সমস্ত প্রাণীকুলের বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গাছ। প্রাণীকুলকে অক্সিজেন সরবরাহ থেকে শুরু করে খাদ্যদ্রব্যের যোগান দেয় গাছ। এছাড়াও এমন কিছু কিছু গাছ রয়েছে যেগুলোর মধ্যে রয়েছে বহু ঔষধি গুনাগুন। সেই সমস্ত গাছের ফুল, ফল, বীজ অথবা ছাল থেকে তৈরি করা হয় বিভিন্ন ধরনের প্রাণদায়ী ওষুধ। এছাড়াও বিভিন্ন ধরনের প্রসাধনী তৈরিতেও বিভিন্ন ধরনের গাছের ব্যবহার হয়ে থাকে।
বর্তমানে পরিবেশের কথা চিন্তা করে অনেকেই এখন নিজেদের বাড়িতে বিভিন্ন রকমের গাছ লাগিয়ে থাকেন। গাছ যেমন বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করে ঠিক সেরকমই পরিবেশেরও ভারসাম্য বজায় রাখে। তবে বর্তমানে জায়গার অভাবে অনেকেই বাড়িতে সেভাবে গাছ লাগানোর সুযোগ পান না। সেক্ষেত্রে উঠোন কিংবা বাড়ির ছাদে অনেকেই টবের মধ্যে মাটি ভরে বিভিন্ন প্রকারের গাছ লাগিয়ে থাকেন।
যেগুলোর মধ্যে কিছু কিছু গাছ রয়েছে যেগুলো শুধুমাত্র ফুল দেয় আবার কিছু কিছু গাছ রয়েছে যেগুলো ফল দেয়। সেরকমই পুজোয় ব্যবহৃত একটি ফুলের গাছ হল ‘নীল অপরাজিতা’। এই ফুল সাধারণত শিবের পূজোয় ব্যবহার করা হয়। এই ফুলটি দেখতে অত্যন্ত সুন্দর হওয়ায় তা বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করতেও সাহায্য করে। এর পাশাপাশি বাস্তুবিদদের মতে এই ফুলের গাছটি বিভিন্ন সমস্যা সমাধানেও ব্যাপকভাবে সহায়ক। বিভিন্ন রকমের আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে এই ফুলের গাছ সাহায্য করে।
তবে বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে এই গাছটি লাগানোর কিছু সঠিক নিয়ম রয়েছে। যেগুলো অক্ষরে অক্ষরে পালন করলে তবেই মিলবে ফল। নয়তো এর হিতের বিপরীতও হতে পারে। প্রথমত, নীল অপরাজিতা ফুলের গাছ বাড়ির উত্তর-পূর্ব দিকে লাগাতে হবে। দ্বিতীয়ত, নিজের ইচ্ছেমতো এই গাছটি বাড়িতে লাগানো যাবে না। কোনো নির্দিষ্ট শুভদিনেই কেবলমাত্র এই গাছ বাড়িতে রোপন করতে হবে। এই নিয়মগুলো যথাযথভাবে মেনে চললে তবেই মিলবে সুফল।