কয়েক টুকরো লবঙ্গেই বদলে যাবে ভাগ্য, দূর হবে অর্থনৈতিক সংকট

কোনো দায়িত্বপূর্ণ কাজে পরিণতি দিতে চাইলে কিংবা কোনো শুভ কাজ সম্পন্ন করতে চাইলে ২টি লবঙ্গ মুখে পুরে রাখলে ভালো ফল পাওয়া যেতে পারে।

গুড় ও মিষ্টির সম্পর্ক সমানুপাতিক। অর্থাৎ গুড়ের পরিমাণ যত বেশি হবে, মিষ্টিও ততোই বেশি হবে। এই সমানুপাতিক সম্পর্ক রান্না ও মশলারও রয়েছে। নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত যত বেশি মশলা দেওয়া হবে রান্নার স্বাদও ততগুণ বৃদ্ধি পাবে। ভারতের বিভিন্ন রান্না ভিন্ন ভিন্ন মশলাপাতিতে সমৃদ্ধ। নানান ধরণের মশলাপাতির উপস্থিতিতে ভারতের বিভিন্ন রকমের খাবার তৈরি হয়। সেই পদ বিদেশীয় হলেও ভারতীয় মশলার উপস্থিতিতে দেশীয় স্বাদের ছোঁয়া পায়।

ভারতে বহুল পরিমাণে ব্যবহৃত অন্যতম মশলা হল লবঙ্গ। স্বাদ বৃদ্ধির পাশাপাশি এর গুণও রয়েছে। কাশি হলে গলা খুসখুস করলেই মুখে জিভের তলায় বা উপরে রাখলে গলায় আরাম পাওয়া যায়, কাশি বন্ধ হয়ে যায়। এছাড়াও প্রত্যেকদিন ২টি করে লবঙ্গ খেলে, তা পেট ভালো রাখতে সাহায্য করে।

লবঙ্গ খেলে যে শুধুমাত্র স্বাস্থ্য ভালো থাকে তা নয়। বাড়ির পরিবেশ ভালো রাখতেও এই লবঙ্গের বিশেষ অবদান রয়েছে। বাস্তুশাস্ত্রে এর বিশেষ উল্লেখ রয়েছে। বাস্তুশাস্ত্র মতে, লবঙ্গ খুবই পবিত্র।

আর্থিক সমস্যা দূর করতে চাইলে পূর্ণিমা বা অমাবস্যার রাতে ২১টি কর্পূর ও লবঙ্গ পোড়ালে কার্যকরী ফল পাওয়া যেতে পারে। এটি করার মাধ্যমে মূলত দেবী লক্ষ্মীকে দান করা হয়। পুড়িয়ে নেওয়া পদার্থটি প্রণাম মন্ত্র পাঠ করতে করতে দেবী লক্ষ্মীর পায়ে উৎসর্গ করতে হবে ও নিজের মনের কথা তথা সমস্যার কথা দেবী লক্ষ্মীর কাছে জানান দিতে হবে। এক্ষেত্রে হাতেনাতে ফল পাওয়া যাবে বলে দাবি করা হয়েছে।

অনেক সময় দেখা যায় ভালো প্রস্তুতি নেওয়ার পরেও ইন্টারভিউতে সাফল্য পাওয়া যায় না। এক্ষেত্রে সাফল্য পেতে চাইলে বা কোনো দায়িত্বপূর্ণ কাজে পরিণতি দিতে চাইলে কিংবা কোনো শুভ কাজ সম্পন্ন করতে চাইলে ২টি লবঙ্গ মুখে পুরে রাখলে ভালো ফল পাওয়া যেতে পারে। কাজে সাফল্য পেতে চাইলে ইষ্ট দেবতার ধ্যান করলেও ইতিবাচক ফল পাওয়া যেতে পারে। পরিশ্রম করার পরেও আশানুরূপ ফল না পেলে প্রত্যেক মঙ্গলবার একটি প্রদীপ হনুমানজির মূর্তির সামনে জ্বালিয়ে সেটাতে ২টি লবঙ্গ রাখতে হবে। এই পদ্ধতি পরপর ২১টি মঙ্গলবার মেনে চললে কার্যকরী ফল পাওয়া যায়।

[Disclaimer: এই প্রতিবেদন লেখা হয়েছে বাস্তুবিদদের পরামর্শ অনুযায়ী। ব্যক্তিবিশেষে এর ফল ভিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।]