Bhojpuri Dance Video: বন্ধ ঘরে আম্রপালি ও মোনালিসার সাথে উদ্দাম রোমান্সে মাতলেন নিরাহুয়া, ভিডিও দেখে ঘাম ছুটছে নেটিজেনদের

একসাথে দেখা যাচ্ছে ভোজপুরি ইন্ডাস্ট্রির এই তিন তারকাকে। ভিডিওটি শুরুতে দেখা যায় বদ্ধ ঘরের ভেতর একত্রে রোমান্স করছেন অভিনেত্রী আম্রপালি দুবে ও অভিনেতা নিরাহুয়া।

Bhojpuri Dance Video: বর্তমানে ভারতের নানা আঞ্চলিক ভাষার সিনেমাগুলোর পাশাপাশি দর্শকদের ব্যাপক নজর কাড়ছে ভোজপুরি সিনেমা। আগে কেউ সেভাবে ভোজপুরি সিনেমা সম্পর্কে অবগত না হলেও বর্তমানে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে ভোজপুরি সিনেমা। ‌যার কারণে দিনকে দিন ভোজপুরি সিনেমার পাশাপাশি এই সিনেমায় অভিনয় করা তারকাদের জনপ্রিয়তাও বেড়ে চলেছে। মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা যাচ্ছে বিভিন্ন ভোজপুরি সিনেমার গান ও ভিডিও ক্লিপ।

Bhojpuri Dance Video:

Viral Bhojpuri Video

যারা কমবেশি ভোজপুরি সিনেমা দেখেন অথবা ভোজপুরি সিনেমার ভক্ত তারা অবশ্যই ভোজপুরি অভিনেতা দীনেশ লাল যাদব ওরফে নীরাহুয়া ও জনপ্রিয় ভোজপুরি তারকা অভিনেত্রী আম্রপালি দুবে এবং মোনালিসাকে চেনেন। এই তিনজন তারকাই ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত মুখ। এমনকি তাঁদের জনপ্রিয়তাও আর পাঁচটা বলিউড তারকার চাইতে কোনো অংশে কম নয়।‌ এই তিন তারকার যেকোনো ভিডিওই নিমেষের মধ্যে ছড়িয়ে পরে গোটা নেট দুনিয়ার পর্দায়।

Bhojpuri Dance Video

সম্প্রতি এই জনপ্রিয় তিন তারকার যুগলবন্দীর একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে নেট দুনিয়ার পাতায়। যেখানে একসাথে দেখা যাচ্ছে ভোজপুরি ইন্ডাস্ট্রির এই তিন তারকাকে। ভিডিওটি শুরুতে দেখা যায় বদ্ধ ঘরের ভেতর একত্রে রোমান্স করছেন অভিনেত্রী আম্রপালি দুবে ও অভিনেতা নিরাহুয়া। আর পর পরক্ষণেই অভিনেতাকে দেখা যায় অভিনেত্রী মোনালিসার সাথে আরেকটি ঘরে নাচতে। তাঁদের তিনজনকে দেখা যাচ্ছে জনপ্রিয় ভোজপুরি গান ‘রাজা বাবু’ (Raja Babu)-তে নাচতে।

Bhojpuri Dance Video:


বর্তমানে এই ভিডিওটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেল ‘Wave Music Bhojpuri’-থেকে আপলোড করা হয়। যার ভিউজ বর্তমানে পেরিয়ে গেছে প্রায় এক কোটির বেশি।‌ পাশাপাশি ভিডিওটিকে লাইক করতে দেখা গিয়েছে প্রায় কয়েক লক্ষ মানুষকে। এছাড়াও ভিডিওটিতে কমেন্ট করেছেন প্রায় কয়েক হাজারের বেশি মানুষ। আর প্রত্যেকেই এই দুই হট ভোজপুরি অভিনেত্রীর হটনেসে ঘায়েল হয়েছেন।