Viral Bhojpuri Video: খোলা আকাশের নিচে আম্রপালি দুবের সাথে উদ্দাম রোমান্সে মাতলেন নিরাহুয়া, ভাইরাল ভিডিও দেখে ঘাম ছুটছে নেটিজেনদের

খোলা জায়গার মধ্যে খাটিয়া পেতে শুতে দুজনকে। আর এরপরই তারা পরস্পরের সাথে রোমান্সে মাততে শুরু করলেন।

Viral Bhojpuri Video: বর্তমানে অন্যান্য আঞ্চলিক ভাষার সিনেমা ইন্ডাস্ট্রির পাশাপাশি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আর স্বাভাবিকভাবেই এর সাথে জনপ্রিয়তা বেড়েছে এই ইন্ডাস্ট্রির তারকাদের। সেরকমই এই ইন্ডাস্ট্রির দুই নাম করা তারকা হলেন অভিনেত্রী আম্রপালি দুবে (Amrapali Dubey) ও অভিনেতা দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav) যাকে অনেকে নিরাহুয়া নামেও চেনেন। আর এই তারকা জুটি মানেই নতুন একটি চমক।

Viral Bhojpuri Video

ভোজপুরি সিনেমার ভক্তদের কাছে এই তারকা জুটি এতটাই জনপ্রিয় যে এদের একসাথে দেখার জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে সর্বদা। সম্প্রতি এই তারকা জুটির আরো একটি নতুন গান ভাইরাল হল। যেখানে ফের একবার শরীরী হিল্লোল তুলতে দেখা গেল অভিনেত্রী আম্রপালি দুবেকে। এবার তাঁদের গানের নাম ‘খাটিয়া সে খাটিয়া’ (Khatiya Se Khatiya)। আর স্বাভাবিকভাবেই এটি বর্তমানে গোটা নেট দুনিয়া জুড়ে ভাইরাল। আসলে নেট মাধ্যমের এখন আলাদাই সেনসেশনের তালিকায় রয়েছে বিভিন্ন ভোজপুরি সিনেমার গান ও ভিডিও ক্লিপ।

Viral Bhojpuri Video

যেখানে প্রতিনিয়তই বিভিন্ন ভোজপুরি তারকাদের উষ্ণতায় ভরা রোমান্টিক ভিডিও ভাইরাল হয়ে চলেছে। যা দেখে রীতিমতো ঘাম ঝরে প্রতিটি মানুষের। বিভিন্ন ভোজপুরি সিনেমাগুলো এতটাই সাহসিকতায় ভরা যা আর পাঁচটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুঁজে পাওয়া খুবই মুশকিল। সম্প্রতি ভাইরাল হওয়া গানটি যেহেতু খাটিয়াকে কেন্দ্র করে তাই তাঁদেরকে পরস্পরের সাথে রোমান্সে মাততে দেখা যাচ্ছে একটি খাটিয়াতে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি খোলা জায়গার মধ্যে খাটিয়া পেতে শুতে দুজনকে। আর এরপরই তারা পরস্পরের সাথে রোমান্সে মাততে শুরু করলেন।

Viral Bhojpuri Video:

তাঁদের কখনো দেখা গেল খাটিয়ার ওপর আবার কখনো দেখা গেল খাটিয়ার সঙ্গে নাচ করতে। ভিডিওটিতে দুজনারই পরনে ছিল নাইট স্যুট। আর তা পরেই নিজেদের শরীরের বিভিন্ন হট ভঙ্গিমার প্রদর্শন করলেন তারা। এছাড়াও গানের দ্বিতীয় অংশে তাঁদের পোশাক বদল করেও দারুণ নাচতে দেখা গেল দুজনকে। মোটকথা এই গানেও তাঁদের নাচ থেকে রোমান্স বেশি চোখে পরলো সকলের। আর স্বাভাবিকভাবেই এই দুই তারকা জুটিকে একসাথে দেখে মুগ্ধ হয়েছেন সকলেই। সম্প্রতি ‘T Series Hamaar Bhojpuri’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয় তাঁদের এই হট ভিডিওটি। যা বর্তমানে ছড়িয়ে পরেছে গোটা নেট দুনিয়া জুড়ে।