Viral Dance Video: বাড়ির ছাদে শাড়ি পরে উদ্দাম নাচ সুন্দরী বৌদির, ভিডিও দেখে প্রশংসার ঝড় নেটদুনিয়ায়

এক সুন্দরী যুবতীকে খোলা আকাশের নিচে ছাদের উপর দাঁড়িয়ে জনপ্রিয় হিন্দি গানে দুর্দান্তভাবে নৃত্য পরিবেশন করতে দেখা যায়।

Viral Dance Video: সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের ভিডিও উপলব্ধ রয়েছে। সিনেমার কোনো প্রিয় দৃশ্যের ক্লিপ থেকে শুরু করে গানের ভিডিও, নৃত্য প্রশিক্ষণের ভিডিও থেকে শুরু করে সিনেমার নাচের ভিডিও অনেককিছুই দেখতে পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। ভিডিওর প্রকৃতি অনুযায়ী দর্শকও রয়েছে সোশ্যাল মিডিয়ার অসীম জগতে (Social Media)। মানুষ নিজের ইচ্ছেমতো ভিডিও খুঁজে তা উপভোগ করে থাকেন।

Viral Dance Video:

Viral Dance Video

সোশ্যাল মিডিয়ায় নানান ধরণের ভিডিওর মাঝে একাধিক ভাইরাল ভিডিও দেখতে পাওয়া যায়। মূলত যখন কোনো ভিডিও প্রায় একই সময়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে উঠতে দেখা যায়, তখনই তা ভাইরাল বস্তুতে পরিণত হয়। কোনো ভিডিও ভাইরাল হলে সেই ভিডিওতে বহুল পরিমাণে প্রতিক্রিয়া ও মন্তব্য দেখতে পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। যার ফলে সেটি আরওই নেটজগতে ছড়িয়ে পড়ে।

এখানে দেখুন: কাশবনে ‘দুগ্গা এলো’ গানে দুর্দান্ত নাচ সুন্দরী যুবতীর, ভিডিও দেখে প্রশংসার ঝড় নেটদুনিয়ায়

Viral Dance Video

সম্প্রতি একটি নাচের ভিডিও ভাইরাল (Dance Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে এক সুন্দরী যুবতীকে খোলা আকাশের নিচে ছাদের উপর দাঁড়িয়ে জনপ্রিয় হিন্দি গানে দুর্দান্তভাবে নৃত্য পরিবেশন করতে দেখা যায়। ব্যাকগ্রাউন্ডে বাজতে শোনা যায় জনপ্রিয় অভিনেতা গোবিন্দা ও অভিনেত্রী রবিনা টন্ডনের সিনেমার ‘ইয়ে ইস্ক কা জাদু হ্যায়’ গান এবং এই গানেতেই শাড়ি পরে অসাধারণ ভঙ্গিমায় নাচতে দেখা গেলে তরুণীকে। যুবতীর পরণে দেখা যায় বেইজ রঙের সিল্কের শাড়ি ও কারুকার্য করা স্লিভলেস ব্লাউজ। খোলা স্ট্রেট চুল ফ্লন্ট করে দুর্দান্ত মুভ প্রদর্শন করেন যুবতী।

Viral Dance Video:

ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘নীলু মৌর্য’ (Milu Maurya) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। দাবি করা হয়েছে ভিডিওতে দৃশ্যমান যুবতী খোদ নীলুই। ভিডিওটি নেটিজেনদের খুবই ভালো লেগেছে। নীলুর নাচ দেখে মুগ্ধ জয়ে গেছেন দর্শকরা। এই ভিডিওটি প্রায় ৯৬ লক্ষ মানুষ দেখে ফেলেছেন এবং ৭২ হাজার মানুষ পছন্দ করেছেন।