Viral Dance Video: কাশবনে ‘দুগ্গা এলো’ গানে দুর্দান্ত নাচ সুন্দরী যুবতীর, ভিডিও দেখে প্রশংসার ঝড় নেটদুনিয়ায়

হাত ভর্তি চুড়ি, মাথায় টিকলি, খোলা চুল যেন আরও অপূর্ব করে তুলেছে মৌয়ের নাচ। বিখ্যাত পুজোর গান 'দুগ্গা দুগ্গা'। সংগীত শিল্পী সুনিধি চৌহানের এই গানের মাধ্যমে নাচ করেছে যুবতী।

Viral Dance Video: পুজোর প্ল্যানিং আর শপিং দুটোই জমিয়ে করছেন তো? আর কিন্তু গুনে গুনে মাত্র ৩০ দিন বাকি আছে। বাঙালির দূর্গা পূজা মানেই শপিং, জমিয়ে ঘোরা, আর খাওয়ার লিস্ট তো আছেই। মা দুর্গা আগমনের প্রাক্কালে নিশ্চয়ই একটু মাঝে মধ্যে দুগ্গার গান শুনলেই মনটা ভালো হয়ে যায়। সবাই এখন ব্যস্ত নিজেদের মতো করে দেবী দূর্গাকে স্মরণ করতে। যেমনটা করেছেন জনপ্রিয় ইউটিউবার ও নৃত্য শিল্পী মৌ। তার ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে নতুন একটি ভিডিও সামনে এসেছে। যদিও ভিডিওটি বছর খানেক পুরোনো।

Viral Dance Video:

মৌ সোশ্যাল মিডিয়াতে প্রথম থেকেই খুব জনপ্রিয়। তাই তার এই নাচ ভাইরাল হতে সময় লাগেনি। সোশ্যাল মিডিয়াতে নতুনত্ব কিছু করতে পারলেই সবার কাছে ভাইরাল হয়ে ওঠা সম্ভব। সাধারণ মানুষের নজরে একবার এসে গেলে আর পিছন ফিরে তাকাতে হয় না কাউকেই। নাম, যশ ও খ্যাতি সব কিছুই থাকে তাদের কাছে। তবে রসালো ও দুর্দান্ত মৌয়ের নাচের মধ্যে থেকে এক আলাদা

Viral Dance video

‘Dance Star Mou’ নামের তার ইউটিউব চ্যানেল থেকে আপলোড করে ভিডিও। যেখানে খোলা পরিবেশের মধ্যে দুর্দান্ত অঙ্গভঙ্গিতে নাচ করেছে সে। পরনে তার লাল পার সাদা শাড়ি। পিছনে সারি সারি কাশফুলের মেলা। সাথে দুর্দান্ত মেকআপ, খোলা চুল তাতে গোঁজা হয়েছে সাদা ফুল। হাত ভর্তি চুড়ি, মাথায় টিকলি, খোলা চুল যেন আরও অপূর্ব করে তুলেছে মৌয়ের নাচ। বিখ্যাত পুজোর গান ‘দুগ্গা দুগ্গা’। সংগীত শিল্পী সুনিধি চৌহানের এই গানের মাধ্যমে নাচ করেছে যুবতী। তার প্রতিটি গানেই ফুটে ওঠে দুর্দান্ত রাধা কৃষ্ণর প্রেমের গল্প।

Viral Dance Video:

ইতিমধ্যেই 196,543 জন দর্শকদের দেখেছেন এই ভিডিও। আর সাথেই এসেছে লাইক ও কমেন্ট। কেউ লিখেছেন -‘দুর্দান্ত নাচ জাস্ট মুগ্ধ হয়ে গেলাম’। আবার অন্য একজন লিখেছে -‘এটার জন্যই অপেক্ষায় ছিলাম’। আপনিও আর দেরি না করে এই ভিডিওটি দেখে নিন। মৌয়ের ইউটিউব চ্যানেলে যদিও এক সে এক দুর্দান্ত নাচের ভিডিও দেখতে পাবেন। তিনি প্রশিক্ষত এক নৃত্য শিল্পী। বর্ধমানের মেয়ের এরূপ যেন সকলকে পুজোর প্রাক্কালে একত্র করে তুলেছে।