Viral Video : নিজে হাতে পিয়ানো বাজিয়ে হনুমান চাল্লিশা গাইছে ছোট্ট বালক, ভাইরাল ভিডিও দেখে মুগ্ধ নেটপাড়া
একটি বাচ্চা ছেলে পিয়ানো বাজিয়ে ‘জয় হনুমান জ্ঞান গুনসাগর’ গানটি গেয়ে বজরংবলির বন্দনা করছে।

Viral Video: পৃথিবী বদলের সাথে সাথেই মানুষের মধ্যেও অনেক পরিবর্তন এসে গেছে। এখনকার শিশুরা ছোট থেকে কার্যও সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ হয়ে ওঠে তাঁদের বিভিন্ন কার্যকলাপের মধ্যে দিয়ে। পড়াশুনার সাথে সাথেই গান, নাচ, আঁকা, আবৃতি আরও কত ধরণের জিনিসের মধ্যে তাদের যুক্ত করে দেওয়া হয়। আর কোনো প্রতিভার গন্ধ যদি ছড়িয়ে পরে তাহলে তো আর পিছন ফিরে তাকাতে হয় না ঠিক যেমনটা হয়েছে ক্ষুদে প্রতিভা জয়নিল ভাটিয়ালের সাথে।
৫ বছরের একরত্তি শিশু যদি নিজের গলায় গান শোনায় তাও আবার নিজে হাতে পিয়ানো বাজিয়ে তাহলে কেমন হবে বলুন তো? সম্প্রতি ভাইরাল (Viral) হওয়া এক ভিডিওতে দেখা গেল জয়নীলের প্রতিভা। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি বাচ্চা ছেলে পিয়ানো বাজিয়ে ‘জয় হনুমান জ্ঞান গুনসাগর’ গানটি গেয়ে বজরংবলির বন্দনা করছে। এই অল্প বয়সে তার ভক্তি ও সুরের মূর্ছনায় মুগ্ধ হয়েছেন সকলেই। সঠিক উচ্চারণে ও দুর্দান্ত কায়দায় সে এই বন্দনা সম্পূর্ণ করেছে।
এখানে দেখুন: Anurager Chhowa: সূর্য-দীপার বিবাহবার্ষিকী উদযাপন ভালোবাসার উৎসবে হাজির কুমার শানু থেকে অলকা ইয়াগ্নিকরা, ভাইরাল ভিডিও
ভিডিওটি ‘thejoyfulsinger’ নামক একটি ইনস্টাগ্রাম (Instagram) চ্যানেলে আপলোড করার পর তা রীতিমতো ভাইরাল হয়েছে। তাঁর এই ভিডিও ছাড়িয়েছে কয়েক লক্ষ ভিউজ। ভিডিওটির কমেন্ট বক্স ভরে উঠেছে সকলের ইতিবাচক মন্তব্যে। অনেকেই বাচ্চা ছেলেটির কণ্ঠস্বরের প্রসংশা করে তার প্রতি ভালোবাসা ও অসংখ্য শুভেচ্ছা জানিয়েছেন। অনেকে বলেছেন এই বয়স থেকেই তাকে যদি গানের জন্য সঠিক তালিম দেওয়া হয় ভবিষ্যতে অনেক নাম করবে সে।
View this post on Instagram
তবে ইন্টারনেটে কিন্তু জয়নিল বেশ পরিচিত মুখ। ‘সারেগামাপা লিটল চ্যাম্প’ ২০২০ সালে অংশগ্রহণ করেছিলেন তিনি। সেই বয়সেই তার গাওয়া গান সকলের মনে ধরে। তার একটি গানের ভিডিও নিজের স্টেটাস আপলোড করেন খোদ এ. আর. রেহমান। তাহলে বোঝাই যাচ্ছে ছোট থেকেই তার অধিপত্তি অনেকটাই ছাড়িয়েছে।