Viral Video: চোখের নিমিষে একটি আস্ত কুমিরকে গিলে খেলো বিশালাকার পাইথন সাপ, ভাইরাল ভিডিও

প্রথমে বিশালআকৃতির পাইথনটিকে কামরে ধরে আমেরিকান এলিগেটরটি। এরপর পাইথনটি কুমিরটিকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে। ঠিক সেসময়ই অজ্ঞান হয়ে যায় কুমিরটি।

Viral Video: বর্তমানে সোশ্যাল মিডিয়া মানেই বিভিন্ন রকমের ভাইরাল ভিডিওর সমাহার। এখানে প্রতিনিয়তই আপলোড ও ভাইরাল হয়ে চলেছে বিভিন্ন ধরনের ভিডিও। যার মধ্যে প্রতিটি মানুষের নজর কাড়ছে বিভিন্ন পশুপাখিদের ভিডিওগুলো। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পাওয়া ভিডিওগুলোর মধ্যে সাপেদের ভিডিওগুলো অন্যতম। যেখানে প্রায়ই তাদের দেখা যায় নিজ প্রজাতি অথবা অন্যান্য প্রজাতির প্রাণীদের সাথে লড়াইয়ে লিপ্ত হতে। আর এক প্রজাতির সাপ যে অন্য প্রজাতির সাপকে নিজের শিকার বানায় তা আমরা সকলেই জানি এবং এধরনের ভিডিও এর আগে বহুবার ভাইরাল হতে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।

Viral Video

সম্প্রতি সেরকমই একটি ভিডিও ঘিরে তুমুল হইচই পরে গিয়েছে গোটা নেট দুনিয়ার পাতায়। যেখানে দেখা যাচ্ছে একটি কুমিরকে শিকার বানিয়েছে একটি আস্ত বিশালআকৃতির পাইথন (Python)। আর এই ভিডিওটি প্রকাশ্যে আসতেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে গোটা নেট দুনিয়ার পাতায়। সম্প্রতি ভাইরাল এই ভিডিওটিতে দেখা গিয়েছে একটি এশিয়ান পাইথন (Asian Python) ও একটি আমেরিকান এলিগেটর (American Alligator) পরস্পরের সাথে লড়াইয়ে মত্ত হয়েছে।

এখানে দেখুন: ঘন জঙ্গলের মাঝে লড়াইয়ে মত্ত দুটি কোবরা সাপ, ভিডিও দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের

প্রথমে বিশালআকৃতির পাইথনটিকে কামরে ধরে আমেরিকান এলিগেটরটি। এরপর পাইথনটি কুমিরটিকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে। ঠিক সেসময়ই অজ্ঞান হয়ে যায় কুমিরটি। আর এর পরবর্তী চিত্র হয়তো সকলেরই জানা।জ্ঞান হারানোর পর কুমিরটিকে ধীরে ধীরে খেতে শুরু করে পাইথনটি। আসলে পাইথনের মুখে একটি ইলাস্টিসিটি রয়েছে। যার মাধ্যমে এরা অল্প হাঁ করেই অনেক বড়ো কিছু গিলে ফেলতে পারে। আর ভিডিওটিতে দেখা যায় সেরকমই একটি দৃশ্য। ভিডিওটিতে দেখা যায় পাইথনটি অল্প অল্প করে কুমিরটির সর্বস্ব খেয়ে ফেলে।

Viral Video:

সম্প্রতি ‘বেন সেজো’ (Ben Sejo) নামক একটি ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয় লোমহর্ষক এই ভিডিওটি। যা বর্তমানে প্রায় ১.৬ লাখ মানুষের কাছে পৌঁছে গিয়েছে। আর স্বাভাবিকভাবেই কুমির ও পাইথনের এই লড়াই দেখে রীতিমতো ভয়ে আতকে উঠেছে সমস্ত নেট নাগরিক। ভিডিওটি দেখে প্রত্যেকেই নিজেদের বিভিন্নরকম মন্তব্য তুলে ধরেছেন কমেন্টের মাধ্যমে। আর এধরনের দৃশ্য যে তারা কেউ কখনো দেখেনি সে কথাও জানিয়েছে অনেকে।