Viral Video : হুবহু মানুষের মতো সাবান মেখে স্নান করছে খুদে বাঁদর, ভিডিও দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের

Viral: মানুষের মতোই সাবান মেখে স্নান করতে ব্যস্ত ক্ষুদে বাঁদর, ভিডিও দেখে হতবাক নেটিজেন

বাঁদর ছানাকে মানুষের মতো করে স্নান করতে দেখেছেন কোনোদিন? এমনটা দেখলে কিন্তু আপনি নিশ্চয়ই নিজেও অবাক হয়ে যাবেন। কারণ এমন এক বাঁদর যা মানুষের মতোই সম্পূর্ণ হাবভাব তার। এখন তো সোশ্যাল মিডিয়াতে যে অবাক করা বিষয় দেখা যাবে নতুন কিছু নয়। তবে তার মাঝেও কিছু বিষয়বস্তু যে কতটা মানুষকে চমকে দেয় তা বলার অপেক্ষা রাখে না। যেমন চমকে দিয়েছে এক বাঁদর ছানা এই ভিডিওর মাধ্যমে।

Viral Video

ভিডিওর শুরুতেই দেখা গেল বাঁদর ছানা স্নান করছে। যে বাবু সেজে বসে আছে সম্পূর্ণ শরীর ভেজা। অন্যদিকে তাঁকে সাবান মাখিয়ে দেওয়া হচ্ছে। বাঁদরের স্নান মানে আর কি নিশ্চয়ই ভাবছেন। কিন্তু এই ভিডিও দেখলে সেই ভুল আপনার কেটে যাবে পুরোপুরি। আদতে পুরো মানুষের মতো কার্যকলাপ এই বাঁদরের। ভিডিওটি দেখে বোঝাই যাচ্ছে এই বাঁদরের হাবভাব মানুষের থেকে কিছু কম নয়।

Viral Video

তার মালিক তাকে স্নান করিয়ে দিচ্ছে খুব আদর করে। পায়ে ঘষে ঘষে সাবান মাখিয়ে দিয়েছে যা আগের থেকে খুবই উপকৃত। ছোট শিশুর মতোই সে একদম চুপ করে বসে স্নান উপভোগ করেছে। যা দেখে দর্শকরা কিন্তু কার্যত ব্যাপক আনন্দ পেয়েছে। সুন্দর এই ভিডিও দেখে গলে গেছে নেটিজেনরা। ‘Cutesetmonkeys’ নামের এক ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিলো।

 

View this post on Instagram

 

A post shared by Monkey (@cutest.monkeys)

এখনও পর্যন্ত 10.6 মিলিয়ন মানুষ দেখে নিয়েছেন এই সুন্দর ভিডিও। সাথেই সবাই দুর্দান্ত কমেন্ট করেছেন। বাঁদরের এমন মন ভোলানোস্নান দেখে সবাই প্রেমে পড়েছে। এই বাঁদর মানুষের মতোই সাইকেল চালায়, খাবার খায়, বই পড়ে যা অন্যান্য ভিডিও দেখে বোঝা সম্ভব হচ্ছে। তাই দেখে নিন এই ভিডিওটি আর জানান কেমন লাগলো আপনার।