Viral Video: খোলা ছাদে ‘টাপা টিনি’ গানের তালে উদ্দাম নাচ সুন্দরী যুবতীর, ভিডিও দেখে প্রশংসার ঝড় নেটদুনিয়ায়

'বেলাশুরু' সিনেমার 'টাপা টিনি' গানে নাচ করেছেন যুবতী।

Viral Video: বাংলা গানে নাচ করে ভাইরাল হচ্ছে এখন বহু মানুষ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কার্যত এই ট্রেন্ডটি খুবই চলছে এখন। যাদের আদতে বলা হয় ‘কনটেন্ট ক্রিয়েটর’। শুধু নাচ নয় নিজের বিভিন্ন প্রতিভা দেখানোর সুযোগ এখন সোশ্যাল মিডিয়ার হাত ধরে আছে। যে কোনো ভালো কনটেন্ট আসলেই আমাদের চোখ সেখানে থমকে যায়। এবার ঠিক তেমনই বিখ্যাত বাংলা গানে সুন্দরী যুবতীর অসাধারণ নাচ হয়ে উঠেছে মুহূর্তের মধ্যেই ভাইরাল (Viral)।

Viral Video:

Viral Video

নাচের শুরুতেই খোলা আকাশের নিচে বাড়ির ছাদের মধ্যে অসম্ভব সুন্দর নৃত্য শুরু করলো রিম্পা সাহা। পরনে তার সবুজ শাড়ি ও তার সাথে ম্যাচিং ব্লাউজ। দুর্দান্ত এই পোশাকের সাথেই অসাধারণ মেকআপ, খোঁপা বাঁধা চুল, চোখে কাজল যেন মন কেড়ে নিতে বাধ্য। গানের কথার সাথেই তার অসম্ভব সুন্দর নৃত্য শৈলী যা মনে গেঁথে যাবে আপনার। সাথেই তার এক্সপ্রেশন এই নাচকে অন্য মাত্রায় নিয়ে যাবে। রিম্পা কে অনেকটা সাঁওতালি মহিলার আদলে সাজানো হয়েছিল।

এখানে দেখুন: Subhashree Ganguly: প্রকাশ্য মঞ্চে বেসুরো গান গেয়ে কটাক্ষের শিকার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি, তুমুল ভাইরাল ভিডিও

Viral Video

বিখ্যাত ‘বেলাশুরু’ সিনেমার ‘টাপা টিনি’ গানে নাচ করেছেন যুবতী। একেই তো এমন সুন্দর ভাইরাল একটি গান তার উপরে বিদীপ্তার এই নাচ যেন আরও বেশি সুন্দর করে তুলেছে ভিডিওটি। তার এক্সপ্রেশন ও নিপুন নাচের অঙ্গভঙ্গি যেন বাড়তি পাওনা দর্শকদের এই ভিডিওর থেকে। এক বছর আগে তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘রিম্পা পারফরমস’ থেকে আপলোড করা হয়েছিল এই নাচ।

Viral Video:

এখনও পর্যন্ত ৫৮ হাজারের বেশি ভিউজ ছাড়িয়ে গেছে। লাইক ও কমেন্ট এসেছে প্রচুর তার উদ্দেশ্যে। কেউ লিখেছে -‘খুব সুন্দর হয়েছে’। দ্বিতীয়জন লিখেছে -‘জাস্ট ফাটাফাটি কোনো কথা হবে না’। আবার অনেকের মতেই নাকি এই ভিডিওর থেকেও অন্য ভিডিও গুলি বেশি ভালো রিম্পার। তাই রবিবারের দিনে সময় পেলে তার ইউটিউব চ্যানেল ঘুরে একবার দেখতে পারেন।