Viral Video: বাড়ির রান্না ঘরে হঠাৎ ঢুকে পড়েছে এক বিষধর কোবরা সাপ, ভিডিও দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের
রান্নাঘরে প্রবেশ করে বাসনপত্রের মাঝে চুপটি করে লুকিয়ে থাকতে দেখা যায়।

Viral Video: পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর প্রাণী হল সাপ। সাপ মূলত সরীসৃপ প্রাণী। এই ভয়ঙ্কর প্রাণীটিকে অনেকেই নিরীহ প্রাণীর তকমা দিয়ে থাকেন। কিন্তু সাপ ক্রোধান্বিত হলে তাঁর প্রকৃত রূপ প্রকাশিত হয়। সাপের ছোবল থেকে যে কোনো মানুষেরই বাঁচা অসম্ভব হয়ে উঠে। সংখ্যায় বেশি হওয়ার পরে বিষহীন সাপ তেমন ক্ষতিকর প্রমাণিত না হলেও, সংখ্যায় কম থাকার পরেও বিষধর সাপ প্রাণঘাতী প্রমাণিত হতে পারে।
সাপের উপদ্রব বর্ষাকালে বেশি দেখা যায়। বেশিরভাগ সময়েই জলা জায়গায় বা ঝোপঝাড়ে সাপের উপস্থিতি পরিলক্ষিত হয়। সর্বত্রই সাপ দেখতে পাওয়া গেলেও শহরের থেকে গ্রামে সাপের উপদ্রব তুলনামূলক বেশিই দেখা যায়। প্রায়শই সাপের দংশনে মৃত্যুর খবর শুনতে পাওয়া যায়। কখনও উপস্থিত বুদ্ধির অভাবে, আবার কখনও সঠিক চিকিৎসার অভাবে সাপের কামড়ে মারা যেতে দেখা যায় সাধারণ মানুষদের। আর তাই হয়তো সাপের নাম শুনেই আতঙ্কিত হয়ে থাকেন সাধারণ মানুষরা।
সম্প্রতি এক সাপের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শোরগোল সৃষ্টি করল। এই ভিডিও মূলত সাপের লোকালয়ে প্রবেশ করার ঘটনাকে কেন্দ্র করে। ভিডিওটিতে সাপটিকে রান্নাঘরে প্রবেশ করে বাসনপত্রের মাঝে চুপটি করে লুকিয়ে থাকতে দেখা যায়। বাড়ির সদস্যরা রান্নাঘরে সাপ দেখতে পেয়েই কোনো রকমের ক্ষতিকর পদক্ষেপ না নিয়ে মির্জা আরিফ নামক এক সর্প বিশারদকে ডাকেন। তিনি পৌঁছে অতি সাবধানতা ও সতর্কতার সঙ্গে সাপটিকে রান্নাঘরের বাসনপত্রের মাঝ থেকে উদ্ধার করেন।
Viral Video:
ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘মির্জা এমডি আরফি’ (Mirza Md Arif) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওটি নেটিজেনরা বেশ উপভোগ করেছেন। এর ভিউয়ার্সের সংখ্যা ৩৭ মিলিয়ন ছাড়িয়ে গেছে এবং লাইকের সংখ্যা ১৮৮ হাজার অতিক্রম করে ফেলেছে।