Viral Video : মাছের জালে আটকে কিং কোবরা, সাপকে উদ্ধার করে জল খাওয়ালেন এক মানবিক ব্যক্তি, ভাইরাল ভিডিও
বিষাক্ত কোবরা সাপকে মানুষের হাতে জল পান করতে দেখা যায়। বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি।

Viral Video: সাপ মানেই মানুষের মনে ত্রাস সৃষ্টিকারী এক প্রাণী। এই প্রাণী শুধুমাত্র মানুষের মনেই ত্রাসের সঞ্চার ঘটেনি, প্রায় সমস্ত প্রাণীকূলেই আতঙ্ক ছড়িয়ে রেখেছে সাপ। সাপ যদি আবার বিষাক্ত অজগর বা কোবরা হয়, তাহলে তো তা আরওই চর্চার বিষয় হয়ে উঠতে দেখা যায়। এই সাপগুলো সামনে থাকলে তাবড় তাবড় মানুষকে ভয়ে গুটিয়ে যেতে দেখা যায়।
সম্প্রতি এক কোবরার ভিডিওই ঘুম উড়ালো নেটাগরিকদের। সাপ যেখানে সাধারণ মানুষের মনে আতঙ্কের আবহ তৈরি করে সেখান সাপের প্রতি এক ব্যক্তির আচরণ দেখে অবাক হয়ে গেলেন নেটিজেনরা। সাপকে উদ্ধার করার ভিডিও, সাপের শিকারের ভিডিও, সাপের লড়াইয়ের ভিডিও হয়তো প্রায় সবাই দেখেছেন। তবে সাপের জল পান করার ভিডিও কি কখনও দেখেছেন? না দেখে থাকলে এবার সেই দৃশ্যের সাক্ষী হওয়ার সুযোগ পাবেন আপনি। কারণ, সম্প্রতি এমনই এক কাণ্ড ঘটতে দেখা গেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে।
ভাইরাল ভিডিওটিতে বিষাক্ত কোবরা সাপকে মানুষের হাতে জল পান করতে দেখা যায়। বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। ভিডিওটিতে দাবি করা হয়েছে এক কোবরা সাপটি প্রায় ৭ দিন ধরে মাছের জালে আটকে ছিল। সেই সাপকেই উদ্ধার করে জল পান করালেন এক ব্যক্তি। জানা গেছে, সাপটিকে জালে জড়িয়ে থাকতে দেখে বনবিভাগের কাছে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে বনবিভাগকর্মীরা এলে তাঁরা সাপকে উদ্ধার করেন ও জল পান করান।
Viral Video:
হিংসাত্মক প্রাণীর প্রতি মানুষের মায়া জড়ানো ভিডিও দেখে অবাক হয়ে গেছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। ভিডিওটির মাধ্যমে বনবিভাগের কর্মীটির দয়াময় হৃদয়ের পরিচয় পাওয়া গেছে। ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যেতে দেখা গেছে ভিডিওটি।