Viral Video : রাস্তার মাঝে কোবরার সাথে হাড্ডাহাড্ডি লড়াই বেজির, ভিডিও দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের

Viral Video : একটি রাস্তার মাঝে যুদ্ধ বেধেছে একটি সাপ ও একটি নেউলের।

Viral Video : সোশ্যাল মিডিয়া মানেই সমস্তরকম অদ্ভুত ভিডিওর সমাগম। এমন কোনো কিছু নেই যা সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয় না। প্রায় প্রতিনিয়তই সোশ্যাল মিডিয়ায় আপলোড ও ভাইরাল হয়ে চলেছে বিভিন্ন ধরনের অদ্ভুত ভিডিও। যেখানে মানুষের পাশাপাশি দেখা যাচ্ছে বিভিন্ন পশু-পাখিদের বিভিন্ন রকম কর্মকান্ডের ভিডিও। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের বিভিন্ন টপিকের ভিডিও ছড়িয়ে ছিটিয়ে থাকলেও সকলের সবচেয়ে বেশি নজর কাড়ে বিভিন্ন পশুপাখিদের ভিডিওগুলো। এমনকি একশ্রেণীর মানুষের এই ভিডিওগুলো প্রথম পছন্দের।

আমরা প্রত্যেকেই জানি সাপ ও নেউলের মধ্যে জাত শত্রুতা রয়েছে। এই দুটো প্রাণী পরস্পরকে একদমই সহ্য করতে পারে না। যার কারণে দুজনের মুখোমুখি হলেই লড়াই বেঁধে যায়। আর সাপ ও নেউলের লড়াই দেখা অত্যন্ত ভাগ্যের ব্যাপার। যা সচরাচর হয়তো দেখাই মেলেনা। তবে এধরনের দৃশ্য দেখার একমাত্র মাধ্যম হলো সোশ্যাল মিডিয়া। গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে একাধিক এধরনের ভিডিও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সম্প্রতি সেরকমই সাপ ও নেউলের একটি দুর্ধর্ষ লড়াইয়ের ভিডিও তুমুল ভাইরাল হয়েছে নেট দুনিয়ার পাতায়।

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি রাস্তার মাঝে যুদ্ধ বেধেছে একটি সাপ ও একটি নেউলের। একটি প্রকাশ্য গ্রামের রাস্তায় হঠাৎই একটি বিশাল আকৃতির কিং কোবরা সাপকে দেখামাত্রই তাঁকে আক্রমণ করেছে একটি নেউল। আর নেউলটিকে দেখা মাত্রই সাপটিও নিজের ফণা তুলে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে। তবে নেউলের সামনে কী আর শেষ রক্ষা হয়। অনেক চেষ্টার পর অবশেষে সাপটি পরাস্ত হয় বেজিটির কাছে। কারণ নেউলটি একেবারে সাপটির মাথা কামড়ে ধরে।

Viral Video :

সাধারণত এধরনের ভিডিও সচরাচর চোখে পরে না। তাই এধরনের ভিডিও দেখার একমাত্র মাধ্যম হলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আর এরজন্যে প্রতিনিয়তই নজর রাখা প্রয়োজন সোশ্যাল মিডিয়ার পর্দায়। সম্প্রতি ‘Ataque De Reptil’ নামক একটি ইউটিউব চ্যানেল থেকে এই লোমহর্ষক সাপ ও নেউলের লড়াইয়ের ভিডিওটি আপলোড করা হয়। যা বর্তমানে ছড়িয়ে পরেছে গোটা নেট দুনিয়া জুড়ে। ‌আর বেশিরভাগ মানুষই ভিডিওটিকে লাইক করে ভিডিওটির কমেন্ট বক্সে বিভিন্ন ধরনের কমেন্ট করেছেন।