Viral Video: ক্যামেরার সামনেই পবন সিংয়ের সাথে উদ্দাম রোমান্স মাতলেন অক্ষরা, ঘনিষ্ঠ দৃশ্য দেখে মজা পেলেন নেটজনতা (VIDEO)
বন্ধ দরজার ওপারে গদগদ রোম্যান্সে মত্ত থাকেন অক্ষরা ও পবনকে।

Viral Video: সোশ্যাল মিডিয়ায় প্রায়শই ভোজপুরী গানের ভিডিও ভাইরাল হতে দেখা যায়। ভোজপুরী গানের ভিডিওতে থাকা উচ্চ স্বরের মিউজিক ও যৌন আবেদনে পরিপূর্ণ দৃশ্যই দর্শকদের টেনে আনে। বহু দর্শকই ভোজপুরী গানের ভিডিও দেখতে ও শুনতে ভালোবাসেন। কেউ শেয়ার করেন, তো কেউ প্রতিক্রিয়া দেন। কেউ আবার মুগ্ধ হয়ে প্রশংসাই করে ফেলেন কমেন্ট বক্সে।
ভিডিওগুলো অনায়াসে আজকাল সোশ্যাল মিডিয়ায় উপলব্ধ পাওয়া যায়। কখনও কোনো ইউটিউব চ্যানেলে আবার কখনও কোনো ফেসবুক পেজে ভোজপুরী গানের ভিডিও দেখতে পাওয়া যায়। মানুষ আজকাল আগের তুলনায় অনেক বেশি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন। মনোরঞ্জনের জন্য সামাজিক মাধ্যম সংক্রান্ত প্ল্যাটফর্ম আজকাল বহুল পরিমাণে ব্যবহৃত হয়। এক ক্লিকেই অজানা জগতে প্রবেশ করে পছন্দের কন্টেন্ট খুঁজে তা দেখে মনোরঞ্জন করে থাকেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। এই সমস্ত কারণেই আজকাল ভোজপুরী গানের ভিডিওগুলোকে আগের থেকে বেশি ভাইরাল হতে দেখা যায়।
সম্প্রতি একটি ভোজপুরী গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা গেছে। ভিডিওটিতে ভোজপুরী অভিনেতা পবন সিং ও অক্ষরা সিংকে উদ্দাম রোম্যান্সে মেতে থাকতে দেখা গেছে। দুইজনের এই ভিডিও সোশ্যাল মিডিয়ার রীতিমতো আগুন ধরিয়ে দিয়েছে। গানের ভিডিওটির নাম ‘লালাইয়া চুষা রাজাজি’। এই গানেতে দুইজনকে অন-ক্যামেরা রোম্যান্সে চূড়ান্তভাবে ঘনিষ্ঠ হতে দেখা যায়। বন্ধ দরজার ওপারে গদগদ রোম্যান্সে মত্ত থাকেন অক্ষরা ও পবনকে।
Viral Video:
ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘ওয়েভ মিউজিক’ (Wave Music) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। ভিডিওটি ইতিমধ্যে ৭.৯ কোটি মানুষ দেখে ফেলেছেন এবং ১.২ লক্ষ মানুষ পছন্দ করেছেন।