Viral Video: হানিমুনে গিয়ে মোনালিসার সাথে উদ্দাম রোমান্সে মাতলেন পবন সিং, ভিডিও দেখে ঘাম ছুটছে নেটিজেনদের
পবন সিং (Pawan Singh), অভিনেত্রী মোনালিসা (Monalisa) ও অক্ষরা সিং (Akshara Singh)। আর সম্প্রতি এই তিন তারকারই যুগলবন্দী ব্যাপক জনপ্রিয়তা পেল দর্শকমহলে।

Viral Video: বর্তমানে ভারতের বিভিন্ন আঞ্চলিক ভাষার সিনেমা ইন্ডাস্ট্রির পাশাপাশি অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগে কেউ সেভাবে ভোজপুরি সিনেমা সম্পর্কে না জানলেও বর্তমানে গোটা ভারত জুড়ে ব্যাপক খ্যাতি অর্জন করেছে এই ইন্ডাস্ট্রি। যার কারণে মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা যায় ভোজপুরি সিনেমার বিভিন্ন গান ও ভিডিও ক্লিপ। আর এগুলোর ভিউজ দেখলে রীতিমতো তাক লাগার জোগাড় হবে প্রতিটি মানুষের। ভোজপুরি ইন্ডাস্ট্রির মতো এতটা সাহসিক ইন্ডাস্ট্রি ভারতে খুব কমই রয়েছে। যার কারণে এই ইন্ডাস্ট্রির জনপ্রিয়তা তুঙ্গে।
Viral Video:
তবে বর্তমান সময়ের মতো জনপ্রিয়তা ভোজপুরি ইন্ডাস্ট্রির এর আগে ছিল না। এই ইন্ডাস্ট্রির জনপ্রিয়তার পেছনে রয়েছে বেশ কিছু ভোজপুরি তারকার অবদান। যাদের কারণেই আজ ভোজপুরি সিনেমা গোটা বিশ্ব জুড়ে খ্যাতি অর্জন করেছে। সেরকমই ভোজপুরি ইন্ডাস্ট্রির প্রথম সারির কয়েকজন তারকা হলেন অভিনেতা পবন সিং (Pawan Singh), অভিনেত্রী মোনালিসা (Monalisa) ও অক্ষরা সিং (Akshara Singh)। আর সম্প্রতি এই তিন তারকারই যুগলবন্দী ব্যাপক জনপ্রিয়তা পেল দর্শকমহলে।
এখানে দেখুন: ক্যামেরার সামনেই পবন সিংয়ের সাথে উদ্দাম রোমান্স মাতলেন অক্ষরা, ঘনিষ্ঠ দৃশ্য দেখে মজা পেলেন নেটজনতা (VIDEO)
পবন সিং, অক্ষরা সিং ও মোনালিসার গাওয়া ‘দিয়া গুল কারা রানি’ (Diya Gul Kara) দর্শকদের ব্যাপক নজর কেড়েছে। বর্তমানে এই মিউজিক ভিডিওটিই ভাইরাল সমস্ত নেট দুনিয়া জুড়ে। যেখানে দেখা যাচ্ছে অভিনেতা পবন সিং এই দুই অভিনেত্রীর সাথে জমিয়ে রোমান্স করছেন। এই গানটিতে মোনালিসা ও পবন সিং এর একাধিক ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে। যা দেখে ভক্তদের মধ্যে শুরু হয়ে যায় দীর্ঘশ্বাস ফেলা। এমনকি এটি রীতিমত ভাইরালও হয়ে পরেছে গোটা নেট দুনিয়ার পাতায়।
Viral Video:
অভিনেতা পবন সিং নিজের অভিনয় কেরিয়ারে একাধিক ভোজপুরি নায়িকার সাথে জুটি বেঁধে অভিনয় করেছেন। তবে দর্শকদের সবচেয়ে বেশি পছন্দ হয়েছে অভিনেতার সাথে অক্ষরা সিংয়ের জুটি। তবে বর্তমানে খুব কমই এই দুই তারকাকে পর্দায় দেখা যায় একসাথে কাজ করতে। কিন্তু একসময় এই দুই তারকা বহু হিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। এমনকি বহুবার বিভিন্ন রোমান্টিক দৃশ্যে অভিনয় করে দর্শকদের মধ্যে উষ্ণতা ছড়িয়েছেন এই দুই তারকা।