Viral Video: ফাঁকা বাড়িতে পুত্রবধূর সঙ্গে হরিয়ানভি গানে দুর্দান্ত নাচ শাশুড়ীর, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
পুত্রবধূর সঙ্গে 'ফিল্ম চান্দ্রাওয়াল দেখুঙ্গি' (Film Chadrawal Dekhungi) নামক হরিয়ানভি গানের তালে কোমর দোলাতে দেখা গেল মধ্য বয়স্ক শাশুড়িকে।

Viral Video: বর্তমানে যুগ ডিজিটাল যুগ। এই যুগে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রতিভার প্রদর্শন করা বা দৈনন্দিন জীবনের ঝলক দেখানো যেন সাধারণ ব্যাপার হয়ে উঠেছে। ভিডিওগুলো নাচকে কেন্দ্র করে হতে পারে, আবার হতে পারে গানকে কেন্দ্র করে অথবা হতে পারে যে কোনো বিষয়কে নিয়েই। এমন বিষয় হতে পারে যেটা মানুষ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার মাধ্যমে নিজের মনকে জীবনের স্বাদ গ্রহণ করাতে পারবে, নিজের প্যাশনকে বহির্জগতের কাছে তুলে ধরতে পারবে।
সোশ্যাল মিডিয়া বর্তমানে শুধু মনোরঞ্জন প্রদানের প্ল্যাটফর্ম হিসাবেই থেকে যায়নি। এটি সম্পর্ক গড়ে তোলার ও সম্পর্ক মজবুত করার মাধ্যমে হিসাবেও ধরা দিয়েছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে বহু সম্পর্ক নতুন সংজ্ঞাও খুঁজে পেয়েছে। এই কথাটি বিশেষ করে প্রযোজ্য বিয়ের ক্ষেত্রে। বিয়ে করে একটা মেয়ে শ্বশুরবাড়িতে গেলে নতুন এক পরিবেশে বাস করতে ও সেটাকে আপন করে নতুন সংসারজীবন শুরু করতে বাধ্য হয়। কোনো ক্ষেত্রে এই কাজ খুবই সহজ, আবার কোনো ক্ষেত্রে খুবই কঠিন হয়ে যায়। এইসবটাই নির্ভর করে দুই পক্ষের বোঝাপড়া ও নতুন পরিবেশ বা নতুন ব্যক্তিকে আপন করে নেওয়ার ক্ষমতার উপর। সম্প্রতি শাশুড়ি-বৌমার এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলল। ভিডিওটিতে শাশুড়ি-বৌমার অভিনব সম্পর্ক দেখে মুগ্ধ হয়ে গেলেন নেটিজেনরা।
Viral Video:
View this post on Instagram
এই ভিডিওতে নববধূর উপরে কোনো নিষেধাজ্ঞা আরোপিত হতে দেখা যায়নি। বরং হয়েছে তার উল্টো। পুত্রবধূর সঙ্গে ‘ফিল্ম চান্দ্রাওয়াল দেখুঙ্গি’ (Film Chadrawal Dekhungi) নামক হরিয়ানভি গানের তালে কোমর দোলাতে দেখা গেল মধ্য বয়স্ক শাশুড়িকে। সমস্ত প্রচলিত ধারণাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে এক চিত্তাকর্ষক পারিবারিক ভিডিও দর্শকদের মন জয় করে নিল। দুইজনের পরণেই একদম সাধারণ সিন্থেটিক শাড়ি দেখা যায়। সাধারণ সাজে ঠোঁটে লাল লিপস্টিক দিয়ে নৃত্য পরিবেশন করেন দুজনে। চঞ্চল জাঙ্গিদ (Chanchal Jangid) নামক ইনস্টাগ্রাম আইডি থেকে আপলোড হওয়া এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছে।