Viral Video: হুবহু মানুষের মতো কথা বলে তাক লাগাল শালিক পাখি, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

শালিক পাখি সম্পূর্ণ মানুষের মত করে কথা বলেন আগে কখনও দেখেছেন? যদিও টিয়া থেকে ময়না কিংবা কাকাতুয়া কথা বলেছেন।

Viral Video: শালিক পাখি সম্পূর্ণ মানুষের মত করে কথা বলেন আগে কখনও দেখেছেন? যদিও টিয়া থেকে ময়না কিংবা কাকাতুয়া কথা বলেছেন। এর আগে আমরা অনেকবার অনেকরকম ভিডিওতে দেখেছি পাখিদের কথা বলতে। তবে শালিক পাখি যে সম্পূর্ণ মানুষের মতো করে কথা বলতে পারে তা সত্যি জানা ছিল না কারোরই। যে ভিডিও সম্প্রতি হয়ে উঠেছে তুমুল ভাইরাল (Viral) সেখানে দেখা যাচ্ছে একটি নয় বরং দুটি শালিক পাখি বিভিন্ন কথা বলছে।

বাড়ির বাইরে দেখা যাচ্ছে দুটি শালিক পাখি বাচ্চা ছেলের কাঁধে ও পাঁচিলের উপরে দাঁড়িয়ে আছে। সেই ছেলেটির বলা কথা নকল করেই পাখিটি কথা বলেছে। ‘সভাপতি’ ‘সভাপতি’ দুবার বলার পরেই কার্যত শালিক পাখিটি সেই কথা বলে উঠেছে। জোড় শালিক নিজেদের মধ্যেই নিজেদের ভাষায় কথোপকথন চালিয়ে যেতে দেখা গিয়েছে। শুধু তাই নয় একদম না থেমে কার্যত এক নাগাড়ে সে বেশ কয়েকবার বলছে এই শব্দ।

Viral Video

পাখির গলায় এই শব্দ শুনে রীতিমতো অবাক হয়ে গেছে। সবাই জানতে খুব আগ্রহী এই শব্দ কিভাবে শিখলো শালিক পাখি। আমাদের পেজের মাধ্যমেই প্রথম সামনে এসেছিলো এক শালিক পাখি শ্রী কৃষ্ণের নাম গান করার মুহূর্ত। সেই ভিডিও খুবই ভালোবেসেছিলেন আপনারা। ‘Bird Lover 10‘ নামের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি বছর খানেক আগে আপলোড করা হয়েছিল।

Viral Video:

এখনও পর্যন্ত ১০ লাখের বেশি ভিউজ ছাড়িয়ে গেছে। তার সাথেই হাজার হাজার লাইক ও কমেন্ট এসেছে পাখিটির উদ্দেশ্যে। খুব উচ্চসিত নেটিজেনরা এমন একটা নতুনত্ব ব্যাপার দেখতে পেয়ে। যেমন অনেকেই বলেছেন এই পাখিটিকে খাঁচায় না রেখে বাইরে রেখেছেন জ্যা অসাধারণ একটি ব্যাপার। তাই আপনি এই ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।