Viral Video: ২৫ ফুট গভীর কুঁয়ো থেকে উদ্ধার করা হলো এই দুটি প্রাণীকে, ভিডিও দেখে চক্ষু চড়কগাছ নেটিজেনদের
২৫ ফুট গভীর এই কুয়োর থেকে একটি দড়ি নিচে নামিয়ে দেয়। সারমেয়র গলায় পরে নেয়। ব্যাস ধীরে ধীরে টানলেই কার্যত সে ওপরের দিকে চলে আসে।

Viral Video: পৃথিবীতে মানুষ কথা বলতে পারলেও প্রাণীরা তা পারে না। অনেক প্রাণী আছে যাদের পথ চলতে গিয়ে আমরা দেখি বিভিন্ন সমস্যার মধ্যে আছে। ১% মানুষ তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়। কিন্তু এবার এমন কিছু সাহসী মানুষও আছেন যারা নিজেদের কথা ভুলে সেই অন্য অবলা প্রাণীদের সাহায্য করতে ছুঁতে আসেন। ঠিক তেমনই এক ব্যক্তি মুরলীওয়ালে। যিনি সাপ থেকে সারমেয় সব প্রানীদের উদ্ধার, ও নতুন জীবন প্রদানের কাজ করে থাকেন। যেমন সম্প্রতি তেমনই একটি ভিডিও (Viral Video) কার্যত সবাইকে চমকে দিয়েছে।
যেখানে দেখা যাচ্ছে কুয়োর মধ্যে দুটি সারমেয় পরে গেছে। যে কারণে কিছুতেই উঠতে পারছে না তারা। সাধারন মানুষ আসলেও তারা পারছে না সারমেয় দুটিকে উদ্ধার করতে। অগত্যা শেষমেশ ডাকা হয় মুরলীকে। যিনি আসেন ও পুরো বিষয়টি আগে দেখেন। ঘটনাটি ঘটেছে ঝাড়খন্ডের গরহা জেলার মাধুরী গ্রামে ঘটনাটি ঘটেছে। আশেপাশের লোক মুরলীকে জানায় কার্যত ১ সপ্তাহ ধরে সেই কুয়োর মধ্যে আটকে আছে সারমেয় দুটি।
এখানে পড়ুন:
পরম যত্নে দুটি বাঁদরছানাকে নিজের সন্তানের স্নেহে আগলে রেখেছেন মহিলা, তুমুল ভাইরাল ভিডিও
২৫ ফুট গভীর এই কুয়োর থেকে একটি দড়ি নিচে নামিয়ে দেয়। সারমেয়র গলায় পরে নেয়। ব্যাস ধীরে ধীরে টানলেই কার্যত সে ওপরের দিকে চলে আসে। একই পদ্ধতিতে দুজনকেই বের করা হয়। সাধারণ মানুষ এমন দৃশ্য দেখে অভিনন্দন জানান মুরলীকে। দুটি সারমেয়কেই সে নিজের মতো ছেড়ে দেয়। মাত্র ২ দিন আগে আপলোড করা হয়েছিল এই ভিডিও।
Viral Video:
এখন ৫.৭ লাখের বেশি ভিউজ ছাড়িয়ে গেছে। সাথেই হাজার হাজার মানুষের লাইক ও কমেন্ট এসেছে। তার এই কাজে সবাই কার্যত বাহবা জানিয়েছেন। সাথেই সবাইকে যেভাবে বুঝিয়েছেন প্রাণীদের রক্ষা করার বিষয় সম্পর্কে তা শুনে সবাই খুশি। তার সাহসকেও সবাই কুর্নিশ জানিয়েছেন সক্কলে।