Visual Test: মাত্র 9 সেকেন্ডে ছবিতে কতগুলি ডিম আছে খুঁজে বের করতে পারলে আপনি জিনিয়াস

মাত্র ৯ সেকেন্ডে ডিমের আসল সংখ্যা বলতে পারলেই বোঝা যাবে সমাধানকারী প্রখর বুদ্ধির অধিকারী।

Visual Test: কাজের চাপে জীবনের সব আনন্দ নিশ্চয়ই শেষ হয়ে গেছে। কোনো কিছুই আর দিনের শেষে ভালো লাগে না। বাড়ি থেকে অফিস আর অফিস থেকে বাড়ি এইভাবেই দিন কাটছে। তবে অল্প সময় পেলেও কিছু মানুষ আছেন যারা অপটিক্যাল ইলিউশনের (Visual Test) খেলা খেলতে ভালোবাসেন। কি আপনিও তাদের মধ্যেই একজন! তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্যই একদম সঠিক।

Optical

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ইলিউশন ভাইরাল হয়েছে। যেখানে একটি ডিমের কার্টের ছবি দেখতে পাওয়া যাচ্ছে। সমাধানকারীদের জন্য আসল ধাঁধা হলো কার্টে কটি ডিম আছে তা শনাক্ত করতে হবে। এখন চ্যালেঞ্জ হল মাত্র ৯ সেকেন্ডের মধ্যে ছবিটির মধ্যে কটি ডিম আছে তা বলতে হবে সমাধানকারীদের। মাত্র ৯ সেকেন্ডে ডিমের আসল সংখ্যা বলতে পারলেই বোঝা যাবে সমাধানকারী প্রখর বুদ্ধির অধিকারী।

আপনার নির্দিষ্ট সময় এখন থেকে শুরু হলো।









শেষ হলো আপনার সময়। তবে অনেকেই সঠিক উত্তর দিতে পারেননি। একদম শেষের সারিতে ৪*৪ অর্থাৎ ১৬টি ডিম থাকবে। তার পরের সারিতে ৩*৩ অর্থাৎ ৯টি ডিম থাকবে। এরপরের সারিতে ২*২ অর্থাৎ ৪টি ডিম থাকবে এবং শীর্ষে ১টি ডিম থাকবে। সব কটিকে যোগ করলে হচ্ছে মোট ৩০টি ডিম হচ্ছে। যে ডিম গুলি দেখা যাচ্ছে না সেগুলিও যোগ করতে হবে। আপনার উত্তর যদি সঠিক হয় তাহলে সত্যি আপনি একজন জিনিয়াস। যদি ভালোলাগে এই ধাঁধাটি অতি অবশ্যই পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন।