West Bengal School Exam: ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পরীক্ষা গুরুত্বপূর্ণ নির্দেশ দিল শিক্ষা দফতর

এবার গরমের ছুটিতে সমাপ্তি ঘটতে চলেছে। ১৫ই জুন তারিখ থেকে খুলতে চলেছে বাংলার সরকারি স্কুলগুলো।

এবার গরমের ছুটিতে সমাপ্তি ঘটতে চলেছে। ১৫ই জুন তারিখ থেকে খুলতে চলেছে বাংলার সরকারি স্কুলগুলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ১৪ই জুন পর্যন্ত ছুটির ঘোষণা করেছিলেন। সেই অনুযায়ী, আপাতত এখনও পর্যন্ত ১৪ই জুন অব্দি ছুটি বহাল থাকার নির্দেশিকা কার্যকরী করা আছে। এর অর্থ ছুটি সংক্রান্ত নতুন কোনো নির্দেশিকা জারি না হলে ১৫ই তারিখ থেকে বাংলার স্কুলগুলি খুলছেই।

স্কুল বন্ধ থাকলেও সময়মতো পরীক্ষা হয়ে থাকে। আর তাই স্কুল ছুটি থাকার কারণে স্কুলের শিক্ষক-শিক্ষিকারা বইয়ের পাঠক্রম শেষ করার ব্যাপারে চিন্তিত হয়ে পড়েছিলেন। স্কুল খুললেই যেহেতু পরীক্ষা হওয়ার আছে, তাই স্কুলের শিক্ষকরা এই চিন্তা ঝেড়ে ফেলতে পারছিলেন না। যদিও এই অবস্থায় মধ্যশিক্ষা পর্ষদের তরফে আশ্বাস দেওয়া হয় যে, প্রয়োজনে সিলেবাস কমপ্লিট করার জন্য অতিরিক্ত ক্লাস দেওয়া হবে।

এইসবের মাঝে প্রকাশ্যে এলো ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণীর পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা। এই নির্দেশিকা জারি করা হয়েছে শিক্ষা দফতরের তরফে। ঘোষিত নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে পরীক্ষার সময়সীমা। ঘোষিত সময়সূচি অনুসরণ করেই বাংলার স্কুলগুলোকে পরীক্ষা নিতে হবে বলে জানানো হয়েছে। উক্ত সময়সূচি অনুযায়ী স্কুলগুলোকে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণীর পরীক্ষা আগস্ট মাসে ১ তারিখ থেকে ৮ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে।

বাংলার স্কুলগুলো খুব শীঘ্রই পরীক্ষা সংক্রান্ত প্রস্তুতি নিতে শুরু করে দেবে বলে আশা করা হয়েছে। পড়ুয়াদের অভিভাবকরা যদিও আগস্টের প্রথম দিকে পরীক্ষা হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এইসবে গরমের ছুটি শেষ হচ্ছে, এরপরেই রয়েছে পঞ্চায়েত নির্বাচন। নির্বাচনের সময়ে যেহেতু বিদ্যালয়গুলি ভোটকেন্দ্র হিসাবে ব্যবহৃত হয়, তাই সুষ্ঠভাবে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পরীক্ষা আয়োজিত হওয়া নিয়ে ছাত্রছাত্রীদের অভিভাবকদের কপালে চিন্তার ভাঁজ দেখা গিয়েছে।