হাতের তালুর মধ্যে ঘুরে বেড়াচ্ছে বিশ্বের সবচেয়ে ছোট সাপ, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও
একটি সাপকে এক মানুষের হাতের তালুতে দেখতে পাওয়া যায়। হাতের তালুর মধ্যে সাপটি ঘুরে বেড়াতে দেখায় মোটামুটি আন্দাজ করাই যায় যে, সাপটির আকার কেমন।

অবসর সময় কাটানোর এক দুর্দান্ত মাধ্যম হল সোশ্যাল মিডিয়া (Social Media)। এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে নানান রকমের পোষ্য ও বন্য জন্তু-জানোয়ারের ভিডিও দেখতে পাওয়া যায়। এই তালিকায় নানান জীবজন্তুর মাঝে সাপের ভিডিও থাকতে দেখা যায়।
কখনও সাপ উদ্ধার করার ভিডিও, কখনও দুই সাপের লড়াইয়ের ভিডিও, আবার কখনও সাপের শিকার করার ভিডিও দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি সাপের এক ভিডিও (Snake Virak Video) প্রকাশ্যে এসেছে, যা দেখে অবাক হয়ে গেলেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।
ভিডিওর শুরুতে একটি সাপকে এক মানুষের হাতের তালুতে দেখতে পাওয়া যায়। হাতের তালুর মধ্যে সাপটি ঘুরে বেড়াতে দেখায় মোটামুটি আন্দাজ করাই যায় যে, সাপটির আকার কেমন। এই ছোট্ট আকারের সাপ দেখেই হা হয়ে থেকে গেছেন নেটিজেনরা। জানা গেছে, এই পুচকে সাপটির নাম হল ‘রিং নেকড স্নেক’ (Ring Naked Snake)। এই প্রকৃতির সাপ মূলত উত্তর আমেরিকায় (North America) দেখতে পাওয়া যায়। এই সাপের গায়ের রং সাধারণত কমলা-লাল, কমলা-কালো বা হলুদ রং বিশিষ্ট হয়ে থাকে। এই প্রজাতির সাপ মূলত বিষহীন হয় এবং এরা শান্ত, লাজুক ও নিরীহ প্রকৃতির হয়ে থাকে।
ভিডিওটি পোস্ট করা হয়েছে ‘জয় প্রিহিস্টোরিক পেটস’ (Joy Prehistoric Pete) নামক এক ইউটিউব চ্যানেল থেকে। এই ভিডিওটি প্রায় ১ বছর আগে পোস্ট করা হয়েছিল। তবে সম্প্রতি নতুন করে ভিডিওটি ভাইরাল হতে দেখা গেল। ভিডিওটিকে অসংখ্য মানুষ দেখে ফেলেছেন এবং বহু মানুষ পছন্দ করেছেন। সাধারণত সাপ ত্রাসের সঞ্চার করলেও, এই সাপের আকার খুবই ক্ষুদ্র প্রকৃতির হওয়ায় অনেকের কাছেই এই সাপ ‘কিউট’ বলে মনে হয়।