Viral Video: প্রকাশ্য রাস্তায় লতাজীর গান গেয়ে ভাইরাল এক মহিলা, ভিডিও দেখে প্রশংসার ঝড় নেটদুনিয়ায়

রাস্তার ধারে দাঁড়িয়ে সুরেলা কন্ঠে গান গাইছেন এক মাঝ বয়স্কা মহিলা। 1966 সালের চলচ্চিত্র ‘আয় দিন বাহার কে’ (Aaye Din Bahar Ke) থেকে লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) গাওয়া ‘শুনো সাজনা পাপীহে নে’ (Suno Sajna Papihe Ne) গানটি গেয়েছেন।

বয়স শুধুমাত্র একটা সংখ্যা এই পৃথিবীর বুকে বারংবার প্রমাণ পাওয়া যায়। জীবনের যে কোনো সময়ে যে কোনো কাজ করে সবাইকে চমকে দেওয়া যায়। আমরা এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ধরণের ভিডিও দেখতে খুবই উদগ্রীব হয়ে থাকি। রানু মন্ডল হোক কিংবা বিখ্যাত ‘কাঁচা বাদাম’ গায়ক ভুবনে বাদ্যকর। সবাই কিন্তু পরিচিতি পেয়েছে সেই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়ে। তেমনই এবার এক বয়ষ্কা মহিলার খালি গলায় গাওয়া গান ব্যাপকভাবে সকলকে চমকে দিয়েছে।

Viral Video:

Viral Video

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) খোঁজ পাওয়া গেল এক গায়িকার। যার কন্ঠ মন ছুঁয়ে গিয়েছে নেটপাড়ার বাসিন্দাদের। সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল (Viral) হয়েছে সেখানেই দেখা গেল, রাস্তার ধারে দাঁড়িয়ে সুরেলা কন্ঠে গান গাইছেন এক মাঝ বয়স্কা মহিলা। 1966 সালের চলচ্চিত্র ‘আয় দিন বাহার কে’ (Aaye Din Bahar Ke) থেকে লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar) গাওয়া ‘শুনো সাজনা পাপীহে নে’ (Suno Sajna Papihe Ne) গানটি গেয়েছেন।

এখানে দেখুন: বাবার যোগ্য উত্তরসূরী, অসাধারণ গান গেয়ে মঞ্চ মাতালেন নচিকেতার মেয়ে ধানসিঁড়ি

তার মধ্যে যে প্রতিভার কোনো খামতি নেই তা বোঝাই যাচ্ছে। সেই মহিলা প্রথম থেকেই স্পষ্ট উচ্চারণ ও উচ্চ গলার স্বরে গান করছেন। তাল ও লয় একবারের জন্য কাটেনি। ‘suro_sangeet’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। এখনও পর্যন্ত কয়েক লাখ মানুষ দেখে নিয়েছেন এই ভিডিও। আর সবাই কার্যত তার এই প্রতিভার গুণগান করেছেন।

Viral Video:

 

View this post on Instagram

 

A post shared by Suro_Sangeet (@suro_sangeet)

তবে অনেকে বলেছেন রানু মন্ডলের মতোই এই প্রতিভা হারিয়ে যেতে বেশি সময় লাগবে না। কারণ সোশ্যাল মিডিয়ার ভিড়ে বর্তমানে প্রচুর মানুষ ভাইরাল হয়। তাই সবাই কি তাঁকে মনে রাখবেন সেটাই আসল বিষয়। রানু মন্ডলের গান বর্তমানে শোনা যায় না। বরং তাঁর বাড়িয়ে গিয়ে সবাই উৎপাটাং ভিডিও বানিয়ে ভাইরাল হচ্ছে সকলে। এসবের মাঝেও দেখুন এই দুর্দান্ত ভিডিওটি আর কেমন লাগলো তা অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে।